পিয়া জান্নাতুলের বাবা আর নেই

2 months ago 8

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল শোকাহত। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তার বাবা মাহমুদ হাসান চৌধুরী।

রোববার (২৩ জুন) সন্ধ্যায় খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এর এক দিন আগেই তার গলব্লাডারের একটি অপারেশন সম্পন্ন হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে পিয়া জান্নাতুলের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে। পেজটির একজন অ্যাডমিন লেখেন, ‘পিয়া আপুর পিতা আর নেই। গতকাল মাহমুদ হাসান চৌধুরী আংকেলের গলব্লাডারের অপারেশন হয়। চিকিৎসাধীন অবস্থায় খুলনার একটি হাসপাতালে আজ (২৩ জুন) সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইনশাআল্লাহ, পরম করুণাময় তার সকল ভালো কাজ সৎকর্ম হিসেবে কবুল করুন। আমরা তার অনন্ত প্রশান্তি কামনা করছি।’

এ ছাড়া পোস্টে জানানো হয়, বাবার মৃত্যু সংবাদে পিয়া জান্নাতুল খুলনায় রওনা হয়েছেন। বর্তমানে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং ফোন বা মেসেজের জবাব দিতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেছেন।

পিয়া জান্নাতুল দেশের ফ্যাশন অঙ্গনের সুপরিচিত নাম। আন্তর্জাতিক মঞ্চেও দেশের প্রতিনিধিত্ব করেছেন বহুবার। পেশাগত ব্যস্ততার পাশাপাশি পারিবারিক দায়িত্ব পালনে তিনি সবসময় আন্তরিক ছিলেন বলে তার ঘনিষ্ঠজন জানান।

পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছে তার ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা।

Read Entire Article