পীরগাছার সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

12 hours ago 6

রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ মিলনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

বুধবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে সে বিষয়টি তিনি নিশ্চিত করে জানাতে পারেননি।

ওসি বলেন, সার্ভার জটিলতার কারণে মামলার বিষয়টি নিরূপণ করা যায়নি। তবে তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলার তথ্য নিশ্চিত করেছেন ওসি।

জিতু কবীর/এফএ/এএসএম

Read Entire Article