শরীয়তপুরের ভেদরগঞ্জে পুকুরে ডুবে আশ্রয়ণ প্রকল্পের দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জান্নাত নামে এক শিশুকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মাদবর কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলো- ইমন হোসেন (৫) ও তাওহিদ ইসলাম (৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী ইমন, তাওহিদ ও জান্নাত দুপুরে পাশের একটি পুকুরে গোসল করতে নামে। দীর্ঘ সময় তাদের না দেখে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ভাসমান অবস্থায় ইমন ও তাওহিদের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় জান্নাতকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় আবুল হোসেন জানান, শিশু তিনজনকে গ্রামবাসী পুকুর থেকে উদ্ধার করে। তবে দুজন তখনই মারা যায়। জান্নাতকে জীবিত অবস্থায় পুকুরের ধারে পাওয়া যায়।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।