পুকুরে ফেলে যমজ কন্যাশিশুকে হত্যার অভিযোগ, মা-বাবা আটক

1 month ago 7

মুন্সীগঞ্জের শ্রীনগরে বাড়ির পাশের পুকুর থেকে দুই যমজ কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। ঘটনাটিকে হত্যাকাণ্ড দাবি করে মা-বাবার দিকে অভিযোগ তুলেছেন স্বজনরা। পরে অভিযুক্ত দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। 

সোমবার (৭ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দি এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত ওই দুই শিশুর মরদেহ বাড়ির পেছনে পুকুর থেকে উদ্ধার করেন শিশুদের চাচা সাকিব শেখ। নিহত লামিয়া ও সামিহার বয়স পাঁচ মাস। তারা সোহাগ শেখ (২৮) ও শান্তা বেগম (২৪) দম্পতির দুই যমজ মেয়ে। 

চাচা সাকিব শেখ জানান, সোমবার রাত ৮টার দিকে হঠাৎ সোহাগের ঘর থেকে চিল্লাচিল্লির শব্দ শুনে এগিয়ে এলে শান্তা জানায়, তার স্বামী বাচ্চাদের পুকুরে ফেলে দিয়েছে। কিন্তু সে সময় সোহাগ শেখকে আমি ঘরে দেখতে পাইনি। পরে আমি দৌড়ে পুকুরে গিয়ে দেখি উপুড় অবস্থায় শিশু দুজন পড়ে আছে। দ্রুত তাদের উঠিয়ে হাসপাতালে নিলেও শেষ রক্ষা হয়নি।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সিনথিয়া নূর জানান, মৃত অবস্থায় ওই দুই শিশুকে হাসপাতালে আনা হয়। তাদের পেটভর্তি পানি ছিল।

শ্রীনগর থানার ওসি মো. নাজমুল হুদা খান জানান, প্রাথমিকভাবে সন্দেহের তীর বাবা-মায়ের দিকেই। তাই তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Read Entire Article