পুকুরে মিললো ব্যাংকের চুরি হওয়া ভল্ট
নীলফামারীতে পুলিশ লাইনস এলাকার একটি পুকুর থেকে একটি বেসরকারি ব্যাংকের মিনি আয়রন ভল্ট উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে ভল্টটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সোমবার (২২ ডিসেম্বর) দিনগত মধ্যরাতে জেলা সদরের সংগলশী ইউনিয়নের কাজীরহাট এলাকায় ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ ভেঙে লকার চুরি হওয়ার ঘটনা ঘটে। ওইদিন দুর্বৃত্তরা বুথে প্রবেশ করে ভল্টটি ভেঙে নিয়ে যায়। তবে ওই ভল্টে কোনো টাকা থাকে না। এটিএম কার্ড ছাড়াও ব্যাংকিং অন্যান্য কাগজপত্র ছিল সেখানে। বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ জাগো নিউজকে বলেন, ভল্টটি উদ্ধার করা হয়েছে। সেখানে কোনো টাকা ছিলো না। দুটি ডেবিট কার্ড পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। আমিরুল হক/এসআর/এমএস
নীলফামারীতে পুলিশ লাইনস এলাকার একটি পুকুর থেকে একটি বেসরকারি ব্যাংকের মিনি আয়রন ভল্ট উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে ভল্টটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সোমবার (২২ ডিসেম্বর) দিনগত মধ্যরাতে জেলা সদরের সংগলশী ইউনিয়নের কাজীরহাট এলাকায় ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ ভেঙে লকার চুরি হওয়ার ঘটনা ঘটে। ওইদিন দুর্বৃত্তরা বুথে প্রবেশ করে ভল্টটি ভেঙে নিয়ে যায়। তবে ওই ভল্টে কোনো টাকা থাকে না। এটিএম কার্ড ছাড়াও ব্যাংকিং অন্যান্য কাগজপত্র ছিল সেখানে।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ জাগো নিউজকে বলেন, ভল্টটি উদ্ধার করা হয়েছে। সেখানে কোনো টাকা ছিলো না। দুটি ডেবিট কার্ড পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
আমিরুল হক/এসআর/এমএস
What's Your Reaction?