পুণ্যের আশায় পূর্ণিমা তিথিতে গঙ্গাস্নান

3 months ago 63
সমুদ্রের ছোট ছোট ঢেউ এসে আছড়ে পড়ছে কিনারায়। হালকা কুয়াশা কাটিয়ে যখন ভোরের লাল সূর্যের আভা, শুধু উঁকি দিচ্ছে। এমন সময় হাজারো সনাতনী নারীদের উলুধ্বনিতে সরগরম হয়ে ওঠে কুয়াকাটার দীর্ঘ সৈকত। যেদিকে চোখ যায়, সেদিকেই তরুণ-তরুণী, যুবক, বৃদ্ধ রাসভক্তদের আনাগোনা। সবারই ব্যস্ততা পূজার জন্য। গতকাল দিনভর ভরা পূর্ণিমা তিথিতে কেউ গঙ্গাস্নানের জন্য সাগরে নেমে পড়েছেন। কেউ মাথার কেশ ন্যাড়াসহ প্রায়শ্চিত্ত ও পি দান করেন। কেউ সৈকতের বালিয়ারিতে ভেজা শরীরে বসে মোমবাতি ও ধুপকাঠি জ্বালিয়ে উচ্চৈঃস্বরে গীতা পাঠ করছেন। কেউ বা আবার পূণ্যের আশায় ধান, দূর্বা, বেলপাতা, ফুল, হরিতকি, ডাব, কলা, তেল, সিঁদুর সমুদ্রের জলে অর্পণ
Read Entire Article