পুতিনের গোপন আস্তানায় গেলেন বাশার আসাদ?

3 weeks ago 19

দেশ ছেড়ে পালিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। রোববার সকাল সকাল এমন খবরে চমকে উঠেছেন অনেকেই। হয়েছেন আতঙ্কিত। সেই ঢেউ দেখা যায় দামেস্ক বিমানবন্দরেও। এর আগে বিদ্রোহীরা দামেস্কে ঢুকে পড়ার কথা জানায়। বিদ্রোহীদের অগ্রসর থামাতে ব্যর্থ সিরীয় বাহিনী অনেকটা অসহায় আত্মসমর্পণ করে।

উপায়ন্তর না দেখে বাশার আসাদও পালিয়েছেন। রোববার অজানা এক গন্তব্যে ছেড়ে যায় তাকে বহনকারী বিমান। বার্তা সংস্থা রয়টার্স দুজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার বরাতে এমন খবর প্রকাশ করেছে। বিদ্রোহীরা অনেকটা বিনা বাধায় দামেস্কে ঢুকে পড়ে। এমনকি কোনো সেনা মোতায়েন করা ছিল না বলেও খবর বেরোয়।

যদিও বিদ্রোহীরা দামেস্কে ঢুকে পড়েছে, এমন খবর নিশ্চিত করতে পারেনি সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। এরই মধ্যে নিউইয়র্ক টাইমস সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া স্ক্রিন ক্যাপচারের ছবি প্রকাশ করে প্রতিবেদন তৈরি করেছে। সেখানে দেখা যায়, বিদ্রোহীদের এগিয়ে আসার মুখে দামেস্ক থেকে একটিমাত্র ফ্লাইট ছেড়েছে। আর সেই ফ্লাইট মস্কো গেছে।

বাশার আসাদ ওই ফ্লাইটে করেই পালিয়েছেন কিনা তা নিশ্চিত নয়। আবার তিনি ঠিক কোথায় গেছেন, তা জানাতে পারেনি কেউ। তবে বাশার আসাদ তার মিত্র দেশ রাশিয়ায় আশ্রয় নিলে তা অবাক করার মতো হবে না।

Read Entire Article