ভারতের বিতর্কিত টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১৯তম সিজন সম্প্রতি শুরু হয়েছে। শোটি সঞ্চালনা করেন সালমান খান। বিগ বসে অংশ নেওয়ার প্রস্তাব বহুবার এসেছে বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্তকে। এমনকি তাকে কোটি টাকার পারিশ্রমিক দেওয়ার প্রস্তাবও এসেছিল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তনুশ্রী বলেন, “আপনি কি সত্যিই ভাবেন আমি এই শো-তে যাব? আমি তো আমার নিজের পরিবারের সঙ্গেও থাকি না। আমি কখনো ‘বিগ বস’-এ আগ্রহী ছিলাম না, আর হবও না। আমাকে ওই অনুষ্ঠানের জন্য ১ কোটি ৬৫ লাখ রুপির প্রস্তাব দেওয়া হয়েছিল। সমপর্যায়ের আরেকজন বলিউড তারকাকেও একই অর্থ দেওয়া হয়েছিল।”
একটি ঘটনা বর্ণনা করে তিনি বলেন, “বিগ বস’-এর স্টাইলিস্ট আমাকে ফোন করেছিলেন। তিনি অনুরোধ করে বলেছিলেন, ‘আমার ডায়েটের যত্ন তিনি নেবেন।’ আমি বলেছিলাম, ‘ওরা যদি আমাকে চাঁদের এক টুকরোও দেয়, তাও আমি যাব না।”
তনুশ্রী স্পষ্ট করেন, তিনি কোনো পুরুষের সঙ্গে একই বিছানায় ঘুমাতে পারবেন না। তিনি বলেন, “একই হলরুমে একসঙ্গে ঘুমাচ্ছে নারী-পুরুষ। সেখানেই তারা ঝগড়া করছে, সেখানেই থাকছে— আমি এটা করতে পারব না। ডায়েট নিয়ে আমি খুব সচেতন, সেটা আমার শক্তির ওপর নির্ভর করে। আমি কি এমন নারী যে, রিয়েলিটি শোয়ের জন্য একজন পুরুষের সঙ্গে একই বিছানায় ঘুমাব? আমি এতটা সস্তা নই। আমার গোপনীয়তা আমার কাছে অনেক মূল্যবান। আমি জানি, যদি আমাকে শান্তিতে কাজ করতে দেওয়া হয়, তাহলে এর চেয়ে অনেক বেশি উপার্জন করতে পারি।”
তনুশ্রী দত্তের জন্ম ১৯৮৪ সালের ১৯ মার্চ, ঝাড়খন্ডের জামশেদপুরে। তিনি ডিবিএমএস ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করেন এবং পরে পুনে ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ২০০৪ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হন এবং মিস ইউনিভার্সের সেরা দশে জায়গা করেন।
২০০৫ সালে ‘আশিক বানায়া আপনে’ সিনেমার মাধ্যমে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন। এরপর ‘চকোলেট’, ‘ভাগাম ভাগ’, ‘রাকীব’, ‘ঢোল’, ‘গুড বয় ব্যাড বয়’, ‘অ্যাপার্টমেন্ট’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। দীর্ঘ সময় সিনেমা থেকে দূরে থাকলেও, ২০১৮ সালে তিনি অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন।