পুরো মৌসুমের জন্য ছিটকে গেলেন বার্সা তারকা

মৌসুমের মাঝপথে এমন দুঃসংবাদ খুব কমই আসে, যা শুধু একটি ক্লাব নয়—পুরো ফুটবল ভক্তদের নাড়িয়ে দেয়। স্পেন নারী ফুটবলের হৃদস্পন্দন, এফসি বার্সেলোনার মিডফিল্ডের প্রাণভোমরা ও টানা তিন বারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার আইতানা বোনমাতির জন্য তেমনই এক কঠিন বাস্তবতা ধরা দিল। অস্ত্রোপচারের পথ ধরে আইতানা এখন নিশ্চিতভাবেই পুরো মৌসুমের বাইরে। মঙ্গলবার সকালে চূড়ান্তভাবে নিশ্চিত হয়, বার্সেলোনার তারকাখেলোয়াড় আইতানা বোনমাতি পাঁচ মাস মাঠের বাইরে থাকবেন। স্পেন নারী দলের হয়ে নেশনস লিগের ফাইনালের প্রস্তুতিকালে অনুশীলনে চোট পেয়ে বাম পায়ের ফিবুলা ভেঙে যায় তাঁর। পরে অবশ্য সেই চোটের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বার্সেলোনা ক্লাবের পক্ষ থেকে দেওয়া আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ‘বার্সেলোনা নারী দলের খেলোয়াড় আইতানা বোনমাতির বাম পায়ের ফিবুলায় ট্রান্সসিন্ডেসমোটিক ফ্র্যাকচারের সফল অস্ত্রোপচার হয়েছে। বার্সেলোনার হাসপাতালে চিকিৎসক অ্যান্টনি দলমাউয়ের নেতৃত্বে অস্ত্রোপচারটি সম্পন্ন হয়, যেখানে ক্লাবের মেডিকেল সার্ভিসেস তত্ত্বাবধানে ছিলেন। তার সম্ভাব্য পুনর্বাসনের সময় ধরা হচ্ছে প্রায় পাঁচ মাস।’ চোটের ঘটনাটি ঘটে গত রোববার।

পুরো মৌসুমের জন্য ছিটকে গেলেন বার্সা তারকা
মৌসুমের মাঝপথে এমন দুঃসংবাদ খুব কমই আসে, যা শুধু একটি ক্লাব নয়—পুরো ফুটবল ভক্তদের নাড়িয়ে দেয়। স্পেন নারী ফুটবলের হৃদস্পন্দন, এফসি বার্সেলোনার মিডফিল্ডের প্রাণভোমরা ও টানা তিন বারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার আইতানা বোনমাতির জন্য তেমনই এক কঠিন বাস্তবতা ধরা দিল। অস্ত্রোপচারের পথ ধরে আইতানা এখন নিশ্চিতভাবেই পুরো মৌসুমের বাইরে। মঙ্গলবার সকালে চূড়ান্তভাবে নিশ্চিত হয়, বার্সেলোনার তারকাখেলোয়াড় আইতানা বোনমাতি পাঁচ মাস মাঠের বাইরে থাকবেন। স্পেন নারী দলের হয়ে নেশনস লিগের ফাইনালের প্রস্তুতিকালে অনুশীলনে চোট পেয়ে বাম পায়ের ফিবুলা ভেঙে যায় তাঁর। পরে অবশ্য সেই চোটের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বার্সেলোনা ক্লাবের পক্ষ থেকে দেওয়া আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ‘বার্সেলোনা নারী দলের খেলোয়াড় আইতানা বোনমাতির বাম পায়ের ফিবুলায় ট্রান্সসিন্ডেসমোটিক ফ্র্যাকচারের সফল অস্ত্রোপচার হয়েছে। বার্সেলোনার হাসপাতালে চিকিৎসক অ্যান্টনি দলমাউয়ের নেতৃত্বে অস্ত্রোপচারটি সম্পন্ন হয়, যেখানে ক্লাবের মেডিকেল সার্ভিসেস তত্ত্বাবধানে ছিলেন। তার সম্ভাব্য পুনর্বাসনের সময় ধরা হচ্ছে প্রায় পাঁচ মাস।’ চোটের ঘটনাটি ঘটে গত রোববার। লাস রোজাসে স্পেন জাতীয় দলের অনুশীলন চলাকালে এক অনিচ্ছাকৃত সংঘর্ষে ভুলভাবে মাটিতে নামেন আইতানা। সঙ্গে সঙ্গেই প্রবল ব্যথায় অনুশীলন ছেড়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। প্রাথমিক পরীক্ষার পর স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) তাকে জাতীয় দলের স্কোয়াড থেকে সরিয়ে নেয় এবং দ্রুত বার্সেলোনায় পাঠানো হয় ক্লাবের মেডিকেল পরীক্ষার জন্য। পাঁচ মাস পুনরুদ্ধারকাল ধরা হলে চলতি মৌসুমে আর মাঠে ফেরা প্রায় অসম্ভব। ফলে এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ও ঘরোয়া প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ অংশে আইতানাকে পাবে না বার্সেলোনা। মধ্যমাঠে তাঁর সৃজনশীলতা ও গতিশীলতা যে শূন্যতা তৈরি করবে, তা পূরণ করা যে সহজ হবে না—সেটি এখনই বুঝতে পারছে কাতালান শিবির।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow