পুলিশ ক্যাম্পে হামলাকারীদের ধরতে অ্যাকশনে যৌথবাহিনী

1 hour ago 1

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে পুলিশ ক্যাম্পে হামলা ও গোলাগুলির ঘটনায় হামলাকারীদের ধরতে যৌথবাহিনীর অভিযান চলছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে গুয়াগাছিয়া এলাকার মেঘনার দুর্গম চরাঞ্চলে সন্ত্রাসীদের আস্তানায় অভিযান শুরু করে যৌথবাহিনী।

গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ কালবেলাকে বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের নৌ-সন্ত্রাসীদের এলাকায় অভিযান শুরু হয়েছে। এ অভিযান চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বেলতলী এলাকায়ও চলবে। 

উল্লেখ্য, সোমবার (২৫ আগস্ট) বিকেল ৫টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে সদ্য চালু হওয়া পুলিশের অস্থায়ী ক্যাম্পে অতর্কিত হামলা চালিয়েছে স্থানীয় নৌ-ডাকাত নয়ন-পিয়াস গ্রুপের সদস্যরা। এ সময় উভয়পক্ষের মাঝে দফায় দফায় তুমুল গোলাগুলি হয়। পরে পুলিশের প্রতিরোধের মুখে টিকতে না পেরে পালিয়ে যায় হামলাকারীরা।

Read Entire Article