হঠাৎ ইরাকের গুরুত্বপূর্ণ ঘাঁটি ছাড়ছে মার্কিন বাহিনী

2 hours ago 1

ইরাকে মার্কিন সেনা উপস্থিতি হঠাৎ করেই দ্রুত কমে আসছে। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, আগাম সময়সূচির বাইরে গিয়েই যুক্তরাষ্ট্র তাদের সেনাদের ইরাক থেকে সরিয়ে নিচ্ছে। ইতোমধ্যে দুটি গুরুত্বপূর্ণ ঘাঁটি থেকে সৈন্য সরানো শুরু হয়েছে। 

প্রতিবেদন অনুযায়ী, পশ্চিম ইরাকের আইন আল আসাদ ঘাঁটি এবং রাজধানী বাগদাদের কাছে অবস্থিত ভিক্টোরিয়া ঘাঁটি থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার শুরু হয়েছে। এই দুটি ঘাঁটি ইরাকে মার্কিন সেনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত।  

সংবাদমাধ্যমে এই পদক্ষেপকে ‘অপ্রত্যাশিত’ বলে বর্ণনা করা হয়েছে। জানা গেছে, নির্দেশটি এসেছে বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে। সেই মোতাবেক ধাপে ধাপে সেনা সরিয়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে কিছু সেনাকে ইরাকের কুর্দিস্তান অঞ্চলের এরবিল শহরে স্থানান্তর করা হচ্ছে, আবার কিছু সেনা প্রতিবেশী এক আরব দেশে পাঠানো হচ্ছে। 

তবে এই দ্রুত পদক্ষেপের মাধ্যমে ওয়াশিংটন ও বাগদাদের মধ্যে আগে যে ধাপে ধাপে সেনা প্রত্যাহারের রোডম্যাপ তৈরি হয়েছিল, সেটি অনেকাংশেই উপেক্ষিত হচ্ছে।

ইরাক সরকারকে এ বিষয়ে অবহিত করা হয়েছে এবং বাগদাদের কর্মকর্তারা জানাচ্ছেন, তারা ঘনিষ্ঠভাবে পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন। অন্যদিকে সংসদ সদস্যদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন, ইরাকি নিরাপত্তা বাহিনী এখন একাই পরিস্থিতি সামলাতে সক্ষম। 

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে ধীরে ধীরে বিদেশি সেনারা ইরাক ছাড়ার কথা ছিল। কিন্তু হঠাৎ নেওয়া এ পদক্ষেপে সেই সময়সূচি ভেঙে গেছে। এতে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার প্রক্রিয়ায় নতুন জরুরিতা ও অগ্রাধিকার দেখা দিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। 

তবে ইরাক সরকার বা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর—এখনো পর্যন্ত কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

সূত্র : কুর্দিস্তান টাইমস
 

Read Entire Article