পুলিশ বাহিনী যেমন হওয়া উচিত আমরা সে রকম হতে চাই

2 weeks ago 11

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো. ইসরাইল হাওলাদার বলেছেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার যে আন্দোলন হয়েছে তাতে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। প্রকৃত অর্থে একটি দেশের পুলিশ বাহিনী যেমন হওয়া উচিত নতুন বাংলাদেশে আমরা সেই রকম পুলিশ হতে চাই।

রোববার (৮ ডিসেম্বর) উত্তরা-পূর্ব থানায় পুলিশ, ছাত্র-জনতা ও উত্তরা-পূর্ব থানা এলাকার নাগরিকদের সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পুলিশ বাহিনী যেমন হওয়া উচিত আমরা সে রকম হতে চাই

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, আমাদের সমাজের অধিকাংশ লোকই শান্তিপ্রিয়। অপরাধ করে খুবই অল্প সংখ্যক লোক। সমাজের শান্তিপ্রিয় লোকগুলো যেন শান্তিতে বসবাস করতে পারে আমরা সেই ব্যবস্থা করতে চাই। আর যে অল্প সংখ্যক লোক অপরাধ করে তাদের আদালতে সোপর্দ করে বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে চাই।

তিনি আরও বলেন, পুলিশ পরিচালিত হয় আইন ও বিধি মোতাবেক। পুলিশ কি করতে পারবে, কি করতে পারবে না তা আইনে স্পষ্টভাবে বলা আছে। অথচ বিগত সময়ে কিছু কিছু পুলিশ সদস্য তার অপব্যবহার করেছে। আমরা সে ইতিহাস থেকে ফিরে আসতে চাই। আমরা জনগণের মধ্যে ফিরে আসতে চাই। আমরা জনগণের পুলিশ, জনগণের জন্য পুলিশ।

পুলিশ বাহিনী যেমন হওয়া উচিত আমরা সে রকম হতে চাই

মতবিনিময় সভায় উপস্থিত ছাত্র-জনতা ও উত্তরা-পূর্ব থানা এলাকার নাগরিক অতিরিক্ত পুলিশ কমিশনারের কাছে তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।

উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার রওনক জাহানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উত্তরা বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।

টিটি/এমআইএইচএস/এমএস

Read Entire Article