কুষ্টিয়ার মিরপুরে রাকিবুল ইসলাম (২৫) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১০টার সময় মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারী এলাকায় তার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রকিবুল ইসলাম কাতলামারী গ্রামের সামসুল ইসলামের ছেলে। তিনি পুলিশের কনস্টটেবল পদে ঝিনাইদহ পুলিশ লাইনে কর্মরত ছিলেন এবং ৫২তম পুলিশ কনস্টেবল ব্যাচের সদস্য।
প্রাথমিকভাবে জানা যায়, পারিবারিক কলহের জেরে রকিবুলের স্ত্রী তার বাবার বাড়িতে আছেন। সেই সঙ্গে আর্থিক ঋণের কারণে মানসিকভাবে ভেঙে পড়ায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন তিনি।
মিরপুর থানার ওসি মোমিনুল ইসলাম জানান, পুলিশ সদস্য রকিবুল ইসলাম ছুটিতে বাড়িতে আসেন। বুধবার সকালে প্রতিদিনের ন্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়। আর্থিক টানাপড়েন ও পারিবারিক কলহের কারণে আত্মহত্যার এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। বিষয়টি তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।