পুলিশকে নিয়ে যে বার্তা দিলেন ফারুকী

3 months ago 16

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের পর দেশের বেশ কিছু থানায় দুষ্কৃতিকারীরা আক্রমণ চালায়। এতে পুলিশ সদস্যরা থানা ছেড়ে চলে যান। এরপর তারা কর্মবিরতির ঘোষণা দেন। ফলে পুলিশের কার্যক্রম অচল হয়ে পড়েছে।

গতকাল (৭ আগস্ট) বুধবার পুলিশের নতুন ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) যোগ দেওয়ার পর সব পুলিশ সদস্যকে ২৪ ঘণ্টার মধ্যে কাজে ফেরার জন্য নির্দেশ দিয়েছেন। এ নিয়ে চলছে নানামুখি আলোচনা। তাদের নিয়ে চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘আশা করি আজ-কালকের মধ্যে পুলিশ ভাই-বোনেরা কাজে যোগ দেবেন। নতুন দিনের নতুন পুলিশ হবেন তারা, এই আশা আমাদের। আমরা কি একটা কাজ করতে পারি? রাস্তায় কর্মরত পুলিশ দেখলে তাদের সাথে একটু হাসি বিনিময় করতে পারি? পারলে একটু মোলাকাত? একটা ফুল? অথবা চকলেট?’

তিনি আরও লেখেন, ‘কাল আমি সাধারণ কিছু পুলিশের ইন্টারভিউ দেখছিলাম। তারা নিজেরাই ফ্যাসিস্টদের ক্ষমতালিপ্সার কাছে অসহায় ছিল, কিছু খারাপ অফিসার কীভাবে তাদের ব্যবহার করেছে, তাদের পরিবার পরিজন কতটা অনিরাপদ এবং বিব্রত, এইসব বলতে বলতে কেঁদে দিচ্ছিল কয়েকজন পুলিশ সদস্য! তারা শুধু একটা দাবিই জানাচ্ছিল, তারা আর কোনো দলীয় পুলিশ হতে চায় না। তারা মর্যাদার সাথে রাষ্ট্রের কর্মচারী হতে চায়! ক্যান উই গিভ দেম সাম কমফোর্ট? জাস্ট সো দে ফিল, দে আর ওয়ান অব আস?’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই ছাত্রদের সমর্থন দিয়ে আসছিলেন ফারুকী। বিনোদন অঙ্গনের মানুষদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে সরব ছিলেন তিনি। মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত সর্বশেষ সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ মুক্তি পায় গত বছর। তাতে প্রথমবারের মতো অভিনয়ও করেন তিনি। ২০১৬ সালের হলি আর্টিসান রেস্তোরাঁয় হামলার ঘটনার ওপর ভিত্তি করে তার বানানো সিনেমা ‘শনিবার বিকেল’ দেশে সেন্সর ছাড়পত্র পায়নি। দীর্ঘ বিরতির পর সনি লিভ নামের একটি বিদেশি ওটিটিতে মুক্তি পায় ছবিটি, যা এ দেশের মানুষের দেখার সুযোগ ছিল না।

এমএমএ/আরএমডি/জিকেএস

Read Entire Article