পুলিশে বরাদ্দ ১৮ হাজার ৬৭৩ কোটি টাকা

3 months ago 7
২০২৫-২৬ সালের জন্য ঘোষিত বাজেটে পুলিশ বাহিনীর জন্য ১৮ হাজার ৬৭৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বিদায়ী অর্থবছরের সংশোধিত বাজেটে তা ছিল ১৭ হাজার ৯১৩ কোটি টাকা। সোমবার (২ জুন) অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ বাজেট ঘোষণা করেন। বাহিনীর সদস্যদের বেতন-ভাতা দেওয়া ছাড়াও এই বরাদ্দে ঢাকা মহানগর পুলিশের সক্ষমতা বাড়াতে বিভিন্ন সরঞ্জাম কেনা, সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ, সাইবার অপরাধ দমন ও সাইবার সক্ষমতা বাড়ানোর কাজে ব্যবহারের কথা বলা হয়েছে। এবারের বাজেটে দেশের বিভিন্ন এলাকায় থানার প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, র‌্যাব ফোর্সেসের সদর দপ্তর নির্মাণ, আভিযানিক সক্ষমতা বাড়ানো এবং সংস্থাটির কারিগরি ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে বরাদ্দ ব্যয়ের কথাও বলা হয়েছে। 
Read Entire Article