পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৭
ময়মনসিংহে মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় পুলিশের ওপর আসামির লোকজন হামলা চালানোর ঘটনায় পুলিশের পক্ষ থেকে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (জানুয়ারি) দুপুরে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার আসামিরা হলেন- মো. সাগর আলী হাজী (৬০), তার ছেলে একেএম রেজাউল করিম (৩৫), সুজন মিয়া (২৭) ও তার ভাই নাজিম উদ্দিন (৩৭), মো. জয়নাল উদ্দিন (৪২), মো. খলিলুর রহমান (৪০) ও মো. নাজিম উদ্দিন (৪২)। তারা সবাই দিঘারকান্দা এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, গত গত ১০ জানুয়ারি দুপুরে স্থানীয় মো. রাসেল নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে আরিফুল ইসলাম ও তার সহযোগীরা। রাসেল বর্তমানে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় কোতোয়ালি মডেল থানায় ১১ জানুয়ারি একটি মামলা করে আহত রাসেলের পরিবার। মামলায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়। মঙ্গলবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমদের নেতৃত্বে একজন এএসআই ও তিনজন কনস্টেবলসহ পাঁচ সদস্যের একটি পুলিশ দল দিগারকান্দা এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আস
ময়মনসিংহে মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় পুলিশের ওপর আসামির লোকজন হামলা চালানোর ঘটনায় পুলিশের পক্ষ থেকে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (জানুয়ারি) দুপুরে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার আসামিরা হলেন- মো. সাগর আলী হাজী (৬০), তার ছেলে একেএম রেজাউল করিম (৩৫), সুজন মিয়া (২৭) ও তার ভাই নাজিম উদ্দিন (৩৭), মো. জয়নাল উদ্দিন (৪২), মো. খলিলুর রহমান (৪০) ও মো. নাজিম উদ্দিন (৪২)। তারা সবাই দিঘারকান্দা এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গত গত ১০ জানুয়ারি দুপুরে স্থানীয় মো. রাসেল নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে আরিফুল ইসলাম ও তার সহযোগীরা। রাসেল বর্তমানে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় কোতোয়ালি মডেল থানায় ১১ জানুয়ারি একটি মামলা করে আহত রাসেলের পরিবার। মামলায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়।
মঙ্গলবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমদের নেতৃত্বে একজন এএসআই ও তিনজন কনস্টেবলসহ পাঁচ সদস্যের একটি পুলিশ দল দিগারকান্দা এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে। মামলার ৬ নস্বর আসামি ছিলেন আরিফুল। তাকে নিয়ে আসার সময় আরিফুলের বাবা সাগর আলীর নেতৃত্বে শতাধিক লোক লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।
একপর্যায়ে পুলিশ সদস্যদের এলোপাতাড়ি আঘাত করে করে আরিফুলকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে আটকাপড়া পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ সদস্যদের ওপর আক্রমণ চালিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাইয়ের ঘটনায় অভিযানে থানা কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আরিফুল ইসলাম বাদী হয়ে রাতেই থানায় মামলা করেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞত পরিচয় আরও ১৪০ জনকে আসামি করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. নাজমুস সাকিব বলেন, অভিযান চালিয়ে সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
What's Your Reaction?