পুলিশের ওপর হামলায় গ্যাংহোতা জনি-রনি গ্রেপ্তার

11 hours ago 5
রাজধানীর ‎আদাবরে পুলিশের ওপর কিশোর গ্যাং কবজি কাটা গ্রুপের হামলার ঘটনায় গ্যাংহোতা রনি-জনিসহ আরও সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। গত ‎মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে কেরানীগঞ্জের ঘাটারচর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান। তিনি কালবেলাকে বলেন, গ্যাং লিডার রনি-জনিসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাব একসঙ্গে সাঁড়াশি অভিযান চালিয়ে কেরানীগঞ্জের ঘাটারচর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আরও যারা আছে, সবাইকে গ্রেপ্তার করা হবে। এর আগে, গত সোমবার রাতে রাজধানীর আদাবর এলাকার সুনিবিড় হাউজিং এলাকায় দুজন ভুক্তভোগীকে উদ্ধারের জন্য যায় থানা-পুলিশের একটি টহল দল। পুলিশের কাছে খবর ছিল, স্থানীয় কিশোর গ্যাং কবজি কাটা গ্রুপ এক প্রেমিক যুগলকে ওই হাউজিংয়ের একটি গ্যারেজে জিম্মি করে রেখেছে। জাতীয় জরুরি সেবার মাধ্যমে খবর পেয়ে টহল টিম সেখানে গেলে অতর্কিত রনি-জনির নেতৃত্বে তাদের ওপর অতর্কিত হামলা করা হয়। এলোপাতাড়ি কোপে আল আমীন নামে একজন কনস্টেবল গুরুতর আহত হন। আহত পুলিশ সদস্যকে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আরও দুই আহত পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়ে কাজে ফিরেছেন। 
Read Entire Article