পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৫

11 hours ago 11

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ২৫ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে নগর পুলিশ। সংশিষ্টরা বলেছে, গত ২৪ ঘণ্টা নগরীর বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) নগর পুলিশের মিডিয়া শাখার উপপরিদর্শক মো. ইমরান জানান, গ্রেপ্তারকৃতরা সিএমপি’র বিভিন্ন থানায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী, সহযোগী ও অস্ত্রধারী সন্ত্রাসী।

গ্রেপ্তারকৃতরা হলেন কোতোয়ালি থানার চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের দপ্তর সম্পাদক আমিনুর রহমান প্রঃ সায়েম, চকবাজার থানার মো. ইদ্রিস জীবন, চান্দগাঁও থানা ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. ওসমান গনি, সদরঘাট থানায় ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক মো. কায়সার হামিদ, পাঁচলাইশ মডেল থানায় মো. শফিকুল আলম, খুলশী থানায় মো. শিপন,  হালিশহর থানায় জাফর আহম্মেদ, বাকলিয়া থানায় সাতকানিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. আবুল হোসাইন ও মো. সানি। 

এ ছাড়া ডবলমুরিং মডেল থানায় মো. রাব্বি হোসেন প্র. হৃদয়, মো. ফয়সাল, মোহাম্মদ সাখাওয়াত হোসেন রানা, আকবরশাহ থানার মো. তৌহিদুল ইসলাম, ইপিজেড থানায় মো. আজগর আলী, মো. আলমগীর, মো. জলিল সরদার, নিজামুল হক নিজাম, পতেঙ্গা মডেল থানায় মো. হালিম, বায়েজিদ বোস্তামী থানায় জালালাবাদ ওয়ার্ড ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক মো. আরিফুল ইসলাম রাবির, মো. খোরশেদ আলম, মো. শাহজাহান, আব্দুল্লাহ প্র. লোকমান, পাহাড়তলী থানা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ও অর্থ যোগানদাতা শেখ আব্দুল মান্নান, মো বেলাল হোসেন ও কর্ণফুলী থানায় মামুনুর রশিদ বাবুকে গ্রেপ্তার করা হয়েছে।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মাহমুদা বেগম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসী বিরোধী আইন ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।

Read Entire Article