পুলিশের শৃঙ্খলা জোরদারে নতুন নির্দেশনা জারি

পুলিশ সদর দপ্তরের পূর্বানুমতি ছাড়া কোনো ইউনিট প্রধানের কর্মস্থল ত্যাগকে ‘শৃঙ্খলাবহির্ভূত’ কাজ হিসেবে উল্লেখ করে এ বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। সম্প্রতি সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি খন্দকার শামিমা ইয়াছমিন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে- কিছু ইউনিট প্রধান পুলিশ সদর দপ্তরের পূর্বানুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করছেন। বিষয়টিকে শৃঙ্খলা পরিপন্থী উল্লেখ করে জানানো হয়, ছুটি কিংবা অন্য যে কোনো প্রয়োজনে কর্মস্থল ত্যাগের আগে ইউনিট প্রধানদের অবশ্যই আইজিপির পূর্বানুমতি নিতে হবে। চিঠিটি ডিএমপি কমিশনার, র‍্যাব মহাপরিচালক, এসবি প্রধানসহ পুলিশের সব ইউনিট প্রধান, সব রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশের সব কমিশনার এবং দেশের সব জেলার পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, বাহিনীর শৃঙ্খলা ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে ইউনিট প্রধানদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা জরুরি। নির্দেশনা অমান্য করে কেউ কর্মস্থল ত্যাগ করলে ভবিষ্যতে তা শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য

পুলিশের শৃঙ্খলা জোরদারে নতুন নির্দেশনা জারি

পুলিশ সদর দপ্তরের পূর্বানুমতি ছাড়া কোনো ইউনিট প্রধানের কর্মস্থল ত্যাগকে ‘শৃঙ্খলাবহির্ভূত’ কাজ হিসেবে উল্লেখ করে এ বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। সম্প্রতি সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি খন্দকার শামিমা ইয়াছমিন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে- কিছু ইউনিট প্রধান পুলিশ সদর দপ্তরের পূর্বানুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করছেন। বিষয়টিকে শৃঙ্খলা পরিপন্থী উল্লেখ করে জানানো হয়, ছুটি কিংবা অন্য যে কোনো প্রয়োজনে কর্মস্থল ত্যাগের আগে ইউনিট প্রধানদের অবশ্যই আইজিপির পূর্বানুমতি নিতে হবে।

চিঠিটি ডিএমপি কমিশনার, র‍্যাব মহাপরিচালক, এসবি প্রধানসহ পুলিশের সব ইউনিট প্রধান, সব রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশের সব কমিশনার এবং দেশের সব জেলার পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, বাহিনীর শৃঙ্খলা ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে ইউনিট প্রধানদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা জরুরি। নির্দেশনা অমান্য করে কেউ কর্মস্থল ত্যাগ করলে ভবিষ্যতে তা শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সদর দপ্তর আশা করছে, এই সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে প্রশাসনিক শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার-প্রচারণা শুরু হয়েছে। এ সময় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। সে কারণেই নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত পুলিশের সব ইউনিট প্রধানকে কর্মস্থল ত্যাগ না করার জন্য বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow