পুলিশের সাবেক সোর্সকে পিটিয়ে হত্যা

4 hours ago 5

ঝিনাইদহের কোটচাঁদপুরের চাঁদপাড়া গ্রামে জামায়াত নেতা হত্যা মামলার আসামি ও পুলিশের সাবেক সোর্স কওসার আলী ওরফে কটা কওসারকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের নিজ বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

নিহত কওসার আলী ওরফে কটা কওসার চাঁদপাড়া গ্রামের লুৎফর রহমান লস্করের ছেলে।

স্থানীয়রা জানান, কওসার আলী ওরফে কটা কওসার আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে পুলিশের সোর্স হিসেবে কাজ করত। তার অত্যাচারে এলাকাবাসী ঘরে থাকতে পারত না। বিনা কারণে পুলিশ দিয়ে হয়রানি করত সাধারণ মানুষকে। তার বিরুদ্ধে জামায়াত নেতা এনামুল হত্যার অভিযোগে মামলাও রয়েছে থানায়।

নিহতের স্ত্রী ওজুলা বেগম জানান, রাত ১২টার দিকে ৩০/৪০ ব্যক্তি বাড়িতে ঢুকে আমার স্বামী কওসার আলীকে তুলে নিয়ে যায়। এরপর তাকে চাঁদপাড়া গ্রামের মাঠে রেল লাইনের পাশের রাস্তায় পিটিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরে গুড়পাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কারা তাকে নিয়ে গেছে চিনতে পারিনি। তাদের মুখ বাঁধা ছিল।

কোটচাদপুর থানার ওসি মো. কবির হোসেন মাতুব্বর কালবেলাকে বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় এখনো কোনো মামলা হয়নি।

Read Entire Article