‘পুষ্পা-২’ অগ্রিম বুকিংয়ে শাহরুখের ‘জওয়ান’কে ছাড়াবে

1 month ago 25

দক্ষিণী সিনেমা ‘পুষ্পা-২’ অগ্রিম বুকিংয়েই বক্স অফিসে ঝড় তুলবে। ‘পুষ্পা’র চেয়ে যে ‘পুষ্পা-২’ আরও বেশি উন্মাদনা ছড়াবে-এর প্রমাণ ট্রেলারেই দেখা গেছে। পাশাপাশি অগ্রিম বুকিংয়ের চাহিদাও সে কথা বলছে। ট্রেড অ্যানালিসিস্টরাও এমনটা মনে করছেন।

আসছে ৩০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘পুষ্পা-২’র অগ্রিম বুকিং। এরই মধ্যে এ সিনেমা নিয়ে যা আগ্রাহ, তা দেখে বিশেষজ্ঞরা বলছেন, অগ্রিম বুকিংয়েই প্রথম সপ্তাহে ৪৫ কোটির অংক ছাড়াবে ‘পুষ্পা-২’। কেউ কেউ বলছেন, শাহরুখের ‘জওয়ান’ প্রথম সপ্তাহে অগ্রিম বুকিংয়ে ৩৫ কোটি রুপি ব্যবসা করেছিল। অন্যদিকে দক্ষিণী সিনেমা ‘কেজিএফ’ ৪০ কোটির টাকার ব্যবসা করেছিল। বিশেষজ্ঞরা বলছেন, এ দুই সিনেমার রেকর্ডই এবার ভাঙবে ‘পুষ্পা-২’।

আরও পড়ুন:

বিশ্বের ৩ হাজার লোকেশনে বাংলা, হিন্দিসহ তামিল, তেলেগু, মালয়লাম, কন্নড় ছাড়াও চারটি ভাষায় মুক্তি পাবে ‘পুষ্পা-২: দ্য রুল’। দক্ষিণী চলচ্চিত্র শিল্পের বিশেষজ্ঞদের মতে, এ সিনেমা ওপেনিং ডে-তেই ‘কেজিএফ-২’র ব্যবসার রেকর্ড ভেঙে চুরমার করবে। ‘পুষ্পা’ সিনেমার দ্বিতীয়ভাগে চিত্রনাট্যে বড় ধরনের পরিবর্তন রয়েছে। সিনেমার গল্প নাকি দর্শকদের চমকে দেবে। পরিচালক সুকুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘পুষ্পা’ সিনেমাটি যেভাবে ভারতজুড়ে দারুণ সাফল্য পায়, সে কথা মাথায় রেখেই এর দ্বিতীয়ভাগ সাজানো হয়েছে। মাসখানেক আগে মুক্তি পেয়েছে ‘পুষ্পা-২: দ্য় রুল’ সিনেমার টিজার। প্রথম ঝলকেই চমকে দিয়েছেন আল্লু অর্জুন, রাশমিকা। টিজার দেখার পর থেকেই সিনেমাটির জন্য দর্শকরা মুখিয়ে রয়েছেন।

এমএমএফ/জেআইএম

Read Entire Article