‘পুষ্পা ২’ ছবির আয় ৮ দিনে ১০৫০ কোটির বেশি

2 weeks ago 18

বক্স অফিস তছনছ করে দিচ্ছেন আল্লু অর্জুন। প্রত্যাশার চেয়েও বেশি সাফল্যের পথে তার নতুন সিনেমা ‌‘পুষ্পা ২’। বুধবার পর্যন্ত মুক্তির প্রথম সপ্তাহে ছবিটি বিশ্বজুড়ে ১ হাজার কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে। নতুন সপ্তাহের প্রথম দিন বৃহস্পতিবারে সেই আয় ১০৫০ কোটি রুপি ছাড়িয়ে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৪৭৭ কোটি টাকা। কোথায় গিয়ে থামবে পুষ্পার রাজত্ব, সে নিয়েই চলছে আলোচনা।

সুকুমার পরিচালিত ‘পুষ্পা ২: দ্য রুল’ অ্যাকশন, টুইস্ট, রোমান্স ও নানা চমকে দর্শক টানছে প্রেক্ষাগৃহে। যার ফলে বছরের সেরা ছবি তো বটেই, এটি হাঁটছে সর্বকালের সেরা ব্যবসা সফল সিনেমা হওয়ার পথে।

‘পুষ্পা’র প্রথম পর্বে আল্লুর সঙ্গে রাশমিকা মান্দানার রসায়নে মুগ্ধ হয়েছিলেন দর্শক। নতুন কিস্তিতেও সেই রসায়ন আরও জমজমাট করেছেন তারা। সঙ্গে বাড়তি চমক হয়ে এসেছেন প্রধান খলনায়ক চরিত্রের ফাহাদ ফাসিল। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন জগাপতি বাবু, রাও রমেশ, সুনীল, অনসুয়া ভারদ্বাজ এবং ধনঞ্জয়। এইসব তারকাদের উপস্থিতিতে ‘পুষ্পা ২’ হয়ে উঠেছে দারুণ এক সিনেমা। যার প্রভাব দেখা যাচ্ছে বক্স অফিসে।

ছবিটি ৫ ডিসেম্বর তেলুগু, হিন্দি, তামিল, মালায়ালাম এবং কান্নাড়া ভাষায় মুক্তি পেয়েছে ভারতে। সব ভাষাতেই দর্শকের উন্মাদনায় রয়েছে ছবিটি। পাশাপাশি বিশ্বজুড়েও এটি দর্শকদের হৃদয় জয় করেছে। স্বাভাবিকভাবেই বক্স অফিসে নতুন রেকর্ড সৃষ্টি করেছে ‘পুষ্পা ২’। ফিল্মিবিটের তথ্যমতে, ছবিটি ভারতের সবচেয়ে দ্রুততম সিনেমা হিসেবে ১ হাজার কোটি রুপি আয়ের মাইলফলক অতিক্রম করেছে।

স্যাকনিলক এর প্রতিবেদনের অনুযায়ী, ‘পুষ্পা ২’ গেল বুধবার পর্যন্ত সপ্তম দিনে বিদেশে ১৪ কোটি রুপি আয় করেছে। এতে করে সিনেমাটির মোট বিদেশি আয় ১৯০ কোটি রুপি। আর দেশের আয় মিলিয়ে বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ১,০১২.৭০ কোটি রুপিতে।

নতুন সপ্তাহের প্রথম দিন হিসেবে গতকাল বৃহস্পতিবারও খুব ভালো ব্যবসা করেছে সিনেমাটি। এদিনের আয় যোগ করে ‘পুষ্পা ২’ বিশ্বব্যাপী বক্স অফিসে বড় রেকর্ড গড়েছে। ছুঁয়েছে ১,০৫০ কোটি রুপি আয়ের মাইলফলক। ভারতীয় সিনেমার বাণিজ্যিক বিশ্লেষকরা মনে করছেন, দ্বিতীয় সপ্তাহেও ভালো দর্শক পাবে আল্লু-রাশমিকার সিনেমাটি। আয় ১৭ শ কোটি রুপি ছাড়াবে।

এলএ/এমএস

Read Entire Article