‘পুষ্পা ২’র ট্রেলার ঘিরে নেট দুনিয়ায় তোলপাড়

2 months ago 36

মুক্তি পেল হালের সবচেয়ে আলোচিত সিনেমা পুষ্পা ২-এর ট্রেলার। ভারতীয় সিনেমা ‘পুষ্পা ২ : দ্য রুল’ দেখার অপেক্ষায় সিনেমাপ্রেমীরা। রোববার (১৭ নভেম্বর) সিনেমাটির অফিশিয়াল ট্রেলার মুক্তি পেয়েছে, যা এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে।

সুকুমার পরিচালিত এবং আল্লু অর্জুন ও রাশমিকা মান্দান্না অভিনীত এই সিনেমাটি ২০২১ সালে মুক্তি পাওয়া ‘পুষ্পা : দ্য রাইজ’র সিক্যুয়েল। প্রথম সিনেমাটি বক্স অফিসে সাফল্য লাভের পর ‘পুষ্পা ২’ নিয়ে দর্শকের মধ্যে যে অপেক্ষার প্রহর ছিল, ট্রেলার মুক্তির মাধ্যমে তা আরও বাড়িয়ে দিয়েছে।

ট্রেলারটি শুরু হয় পুষ্পা রাজের শক্তিশালী উপস্থিতি দিয়ে, যেখানে প্রথমে দেখা যায় পুষ্পা ও তার শত্রুদের সঙ্গে তীব্র সংঘর্ষ। এছাড়া আল্লু অর্জুনের অ্যাকশন দৃশ্য এবং চমকপ্রদ ডায়ালগ দর্শক মনে আরও বেশি কৌতূহল সৃষ্টি করেছে। আসছে ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি পাবে। 

পুষ্পা ২ মুক্তির আগে ট্রেলারটি দেখে ভক্তদের আশা, সিনেমাটি আরও বড় আকারে সাফল্য পাবে এবং ভারতীয় চলচ্চিত্রের নতুন এক মাইলফলক স্থাপন করবে। 

Read Entire Article