শারদীয় দুর্গোৎসব শুধু ধর্মীয় উৎসব নয়, বাঙালির সাংস্কৃতিক আবেগেরও প্রতীক। পূজার দিনগুলোতে তাই নারীদের সাজগোজে থাকে ভিন্ন মাত্রা। তবে এ সাজ কেবল বাহ্যিক নয়, বরং আরাম, আত্মবিশ্বাস আর সৌন্দর্যের এক সুন্দর সমন্বয়।
প্রথম দিনের সহজ সাজ
অষ্টমী বা নবমীর ভিড়ের আগে ষষ্ঠী-সপ্তমীতে সাজ হতে পারে অনেকটাই সহজ-সরল। হালকা রঙের কটন বা হ্যান্ডলুম শাড়ি, সঙ্গে ছোট্ট টিপ আর কানের ছোট দুলই যথেষ্ট। লম্বা খোলা চুল বা সাধারণ বেণীও মানিয়ে যায়। আরামদায়ক স্যান্ডেল পায়ে থাকলেই পূজামণ্ডপে ঘুরে বেড়ানো আরও আনন্দদায়ক হবে।
অষ্টমীতে ঐতিহ্যের ছোঁয়া
অষ্টমীর অঞ্জলির দিন সাজগোজে থাকে বিশেষ আমেজ। এদিনে লাল-সাদা শাড়ি যেন চিরায়ত নিয়ম। লাল টিপ, লাল চুড়ি আর হালকা গলার হার এনে দেয় পূর্ণতা। চাইলে চোখে হালকা কাজল টেনে ঠোঁটে হালকা লাল বা নিউড লিপস্টিক ব্যবহার করা যেতে পারে। ভারী সাজের দরকার নেই, বরং পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুচারু সাজই দিনটিকে উজ্জ্বল করে তোলে।
সন্ধ্যার আড্ডায় আধুনিকতার ছোঁয়া
পূজা মানেই শুধু মন্দির বা পূজামণ্ডপে যাওয়া নয়, সন্ধ্যায় থাকে বন্ধু-পরিবারের সঙ্গে আড্ডা ও ঘোরাঘুরি। এ সময় চাইলে তাঁতের শাড়ির বদলে ব্যবহার করা যায় কুর্তা-পালাজো বা লং ড্রেস। গলায় লাইট জুয়েলারি, হাতে হালকা ব্রেসলেট আর খোলা চুলই যথেষ্ট। এতে থাকবে আরাম, আবার আধুনিক ছাপও ফুটে উঠবে।
আরও পড়ুন:
ব্লাউজহীন বেনারসীর সাবেকি সাজে আবেদনময়ী স্বস্তিকা
৪২ বছরেও টনটনে ত্বক, অবাক হবেন ক্যাটরিনার রুটিন জানলে
নবমীর রাতের ঝলক
নবমী রাতের পূজা আর সাংস্কৃতিক আয়োজনে সাজে যুক্ত হয় একটু গ্ল্যামার। কাঁচা সিল্ক, টাসার বা শিফনের শাড়ি বেছে নেওয়া যেতে পারে। চাইলে ব্লাউজে ভিন্নতা আনা যায়, যেমন-হালকা এমব্রয়ডারি বা কাটওয়ার্ক। গলায় স্টেটমেন্ট নেকলেস, কানে ঝুমকা, আর ঠোঁটে উজ্জ্বল লিপস্টিক নবমীর সাজকে করে তুলবে দ্যুতিময়।
আরামের পাশাপাশি যত্ন
উৎসবের কয়েক দিন প্রচুর হাঁটাহাঁটি করতে হয়। তাই সাজে যতটা গুরুত্ব, ততটাই দেওয়া উচিত আরামে। হাই হিলের বদলে ব্লক হিল বা ফ্ল্যাট জুতোই ভালো। আর মেকআপে ভারী ফাউন্ডেশনের বদলে লাইট বেস ব্যবহার করলে গরমে ঘামলেও মুখ সতেজ থাকবে।
চুল ও চুলের সাজ
দিনে খোলা চুল ভালো লাগলেও রাতে চাইলে খোপা বা হেয়ারস্টাইল করা যায়। ফুল দিয়ে সাজানো খোপা দুর্গোৎসবের ঐতিহ্যকেই ফুটিয়ে তোলে। চুলে মিনিমাল অ্যাক্সেসরিজও মানানসই।
ছোট্ট ব্যাগ, বড় কাজ
সাজের সঙ্গে মানানসই একটি ছোট্ট ক্লাচ বা স্লিং ব্যাগ হাতে রাখতে ভুলবেন না। এতে প্রয়োজনীয় প্রসাধনী, রুমাল বা ফোন সহজেই রাখা যাবে।
সর্বোপরি পূজা উপলক্ষে নারীদের সাজ শুধু বাহ্যিক রূপ নয়, বরং নিজের ভেতরের আনন্দকে প্রকাশের মাধ্যম। সাজতে হবে নিজের মতো, আরামদায়ক ভঙ্গিতে। ঐতিহ্যের শাড়ি হোক বা আধুনিক কুর্তা, মূল বিষয় হলো আত্মবিশ্বাস। কারণ আত্মবিশ্বাসেই লুকিয়ে আছে আসল সৌন্দর্য।
জেএস/এমএস