পূজার সময় চাঁদা না দেওয়া ৩ জনকে ছুরিকাঘাত, যুবক আটক

4 hours ago 3

ময়মনসিংহে পূজার সময় চাঁদার টাকা না দেওয়ায় ৩ জনকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মো. মামুন (২৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর বড় কালীবাড়ীস্থ বন্ধুসংঘ শ‍্যামা পূজামণ্ডপে এ ঘটনা ঘটে।

ছুরিকাঘাতে আহতরা হলেন- অটোমিস্ত্রি মানিক সরকার (২৮), তার স্ত্রী ভারতী সরকার (২৪) ও বড় কালীবাড়ী বন্ধুসংঘ শ‍্যামা পূজা কমিটির সাধারণ সম্পাদক সাধন সরকার (৫৭)। তারা বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বিষয়টি নিশ্চিত করে বন্ধুসংঘ শ‍্যামা পূজা কমিটির সভাপতি রতন পাল বলেন, মামুন এলাকায় চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। প্রতিবার পূজার সময় মামুন আমাদের কাছে টাকা চায়। এবারও টাকা চেয়েছিল, না দেওয়া পূজা কমিটির সাধারণ সম্পাদক সাধন সরকারসহ ৩ জনকে ছুরিকাঘাত করেছে। এ সময় মামুনের সঙ্গে আরও কয়েকজন ছিল। আহতদের মধ‍্যে ভারতী সরকারকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসক ঢাকায় রেফার্ড করেছে।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত মামুনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

কামরুজ্জামান মিন্টু/এনএইচআর/জেআইএম

Read Entire Article