পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাৎ

2 weeks ago 16

ঢাকা সফররত তিমুর লেস্তের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির নেতারা। 

রোববার (১৫ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এই সাক্ষাৎ হয়।

এতে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম, বিএনপির চেয়ারপারসনের শিক্ষা ও গবেষণাবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল এবং ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন। অন্যদিকে তিমুর লেস্তের পররাষ্ট্রমন্ত্রী বেন্ডিটো ফ্রেইটাস উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা সফরে আসেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হোর্তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এ সময় বিমানবন্দরে পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে লাল গালিচা অভ্যর্থনা দেওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ১৪-১৭ ডিসেম্বর বাংলাদেশ সফর করবেন জোসে রামোস হোর্তা। তার সফরে অফিসিয়াল এবং কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি হবে। এ ছাড়া তার সফরকালে ঢাকায় পূর্ব তিমুরের অনারারি কনস্যুলেট খোলার বিষয়ে ঘোষণা আসবে বলে জানা গেছে।

Read Entire Article