নারায়ণগঞ্জের পূর্বাচলে তাঁতিদলের অস্থায়ী কার্যালয়ে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় কার্যালয়ে থাকা আসবাব পুড়ে ছাই হয়ে যায়। মঙ্গলবার (২৫ মার্চ) রাত ১১টা ৪০ মিনিটে পূর্বাচলের জলসিড়ি চত্বরের অস্থায়ী কার্যালয়ে এ আগুন লাগে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় ৪০ মিনিট পরে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কার্যালয়ে থাকা আসবাব পুড়ে ছাই হয়ে যায়। আগুনের সূত্রপাত নিশ্চিত হওয়া যায়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীন বলেন, পূর্বাচলে একটি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। আমাদের কার্যক্রম চলছে। পরে বিস্তারিত বলা যাবে।