পৃথিবীতে আমার শ্বশুরবাড়িই সেরা : সোনাক্ষী

2 months ago 7

দেখতে দেখতে পার হয়ে গেল একটি বছর। গত বছরের ২৩ জুন দীর্ঘ প্রেমের সম্পর্কের পর বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। আজ তাদের বিবাহবার্ষিকী। এই বিশেষ দিনে ভালোবাসায় ভরা এক বার্তা দিয়েছেন সোনাক্ষী। জানিয়েছেন শ্বশুরবাড়ি নিয়ে নিজের আবেগময় অনুভূতির কথা।

বিয়ের পর থেকেই সোনাক্ষী ও জাহির তাদের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিচ্ছেন ভক্তদের সঙ্গে। এক বছরপূর্তিতেও তার ব্যতিক্রম হয়নি। বিবাহবার্ষিকীর দিনটিতে ইনস্টাগ্রামে স্বামী জাহিরের সঙ্গে একটি অন্তরঙ্গ ছবি শেয়ার করেন সোনাক্ষী। ক্যাপশনে লেখেন, ‘শুভ বিবাহবার্ষিকী, আমার আট বছরের প্রেমিক এবং এক বছরের স্বামী। সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ, দু'টি মানুষই এক।’ সঙ্গে জুড়ে দেন একটি হাসির ইমোজি।

শুধু স্বামীর প্রতি ভালোবাসাই নয়, নিজের শ্বশুরবাড়িকেও নিয়ে আবেগ প্রকাশ করেন এই অভিনেত্রী। লিখেন, ‘পৃথিবীতে আমার শ্বশুরবাড়িই সেরা। তারা প্রথমে আমাকে এই ছেলেটাকে দিয়েছেন, তারপর দিয়েছে অগণিত ভালোবাসা।’ তার এই মন্তব্য ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে নেটদুনিয়ায়।

প্রসঙ্গত, সাত বছরের প্রেমের সম্পর্কের পর গত বছরের ২৩ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। ধর্ম এবং পারিবারিক মতবিরোধের বাধা পেরিয়ে অবশেষে এক হয়েছেন এই যুগল। এক বছর পার করেও তাদের সম্পর্ক যে আগের মতোই গভীর, তা স্পষ্ট হয়ে উঠেছে সোনাক্ষীর বার্তায়।

Read Entire Article