ওসমান গাজী কক্সবাজারের হ্নীলা এলাকার একজন পান ব্যবসায়ী। তিনি পান ব্যবসার পাশাপাশি টেকনাফ থেকে পেটে করে ঢাকায় ইয়াবা বহন করেন। পেট চুক্তিতে প্রতি চালানে দুই হাজার পিস ইয়াবা বহন করে তিনি ৩০ হাজার টাকা করে পান।
গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে ডিএনসির সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ এ তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীর সূত্রাপুর থানার ৩৪ বিকে দাস রোড এলাকায় ১৮ নভেম্বর অভিযান চালানো হয়। অভিযানে দুই হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের হ্নীলার মাদককারবারি ওসমান গাজীকে (৩৬) গ্রেপ্তার করা হয়।
ওসমান গাজীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি বলেন, তিনি হ্নীলায় পান ব্যবসার পাশাপাশি মাদককারবারি মিজানুর রহমানের সহযোগী হিসেবে পেটে করে ঢাকায় ইয়াবা নিয়ে আসেন। প্রতি চালানে দুই হাজার পিস ইয়াবা ঢাকায় এনে তিনি ৩০ হাজার টাকা করে পান। ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পসহ বিভিন্ন স্থানে ইয়াবা পৌঁছে দিয়েছেন। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রয়েছে।