পেটের মধ্যে বিশেষ কৌশলে ৬০০ পিস ইয়াবা বহন করছিলেন উজ্জ্বল শেখ (৩৮)। বাইরে থেকে বোঝার কোনো উপায় ছিল না। তবে বিষয়টি আগে থেকেই জেনে যায় পুলিশ। পরে বিশেষ কায়দায় তার পেট থেকে ৯টি পোটলা বের করা হয়।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) উজ্জ্বলকে এক্স-রে করে তার পেট থেকে ইয়াবাগুলো বের করে খুলনার লবণচরা থানা পুলিশ।
আটক উজ্জ্বল নড়াইলের লোহাগড়া উপজেলার লিয়াকত শেখের ছেলে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জিসান পরিবহনে করে ঢাকা থেকে খুলনায় আসেন উজ্জ্বল। তার গতিবিধি সন্দেহ হলে পুলিশ তাকে আটক করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পায়ুপথ থেকে মাদকের একটি পোটলা বের করে দেন তিনি। ওই পোটলা থেকে বেশকিছু ইয়াবা বের হয়। পরে গতিবিধি আরও সন্দেহ হলে তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হয়।
থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ বৈদ্য জানান, হাসপাতালে নেওয়ার পর উজ্জ্বলকে এক্স-রে করানো হয়। সেখানে তার পেটে কিছু ডিম আকৃতির পোটলা দেখা যায়। পরে বিশেষ ব্যবস্থায় ৯টি পোটলা (৬০০ পিস ইয়াবা) বের করা হয়। আরও কয়েকটি পোটলা রয়েছে। এগুলো বের করার পর গণনা করে সঠিক তথ্য জানানো সম্ভব হবে।
আলমগীর হান্নান/এসআর/জেআইএম