রাজধানীর মহাখালীর ইউরেকা পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মীর হোসেন (৫৫) নামের এক ব্যক্তি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।
রোববার (১৭ আগস্ট) রাত ৯টার দিকে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়।
- আরও পড়ুন
মহাখালী পেট্রোল পাম্পের আগুন নিয়ন্ত্রণে
ঢাকা কাস্টমসের ২ কর্মকর্তার বিরুদ্ধে প্রধান উপদেষ্টা-দুদকে অভিযোগ
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, মহাখালীতে পেট্রোল পাম্পে আগুনের ঘটনায় আমাদের এখানে একজন এসেছেন। তার নাম মীর হোসেন, তার শরীরে ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। তার শ্বাসনালী পুড়ে গেছে, অবস্থা আশঙ্কাজনক।
এর আগে, রোববার সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে মহাখালীর ইউরেকা পেট্রোল পাম্পে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের চেষ্টায় সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
কাজী আল-আমিন/কেএসআর