পেনাল্টি মিস দুর্ভাগ্য, আমরা গর্বের সাথেই হেরেছি: পর্তুগাল কোচ

3 months ago 43

ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিয়েছে পর্তুগাল। ক্যারিয়ারের শেষ ইউরো রাঙাতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো ও পেপের মতো অভিজ্ঞ ফুটবলাররা। অন্যদিকে রোনালদোরই এক সময়ের ক্ষুদে ভ্ক্ত কিলিয়ান এমবাপের দল সেমিফাইনালে জুটি গড়েছে স্পেনের সঙ্গে।

গতকাল শুক্রবার রাতে জার্মানির হামবুর্গে ১২০ মিনিটের শ্বাসরুদ্ধকর ম্যাচ গোলশূন্য সমতায় শেষ করে দুই দল। শেষমেশ টাইব্রেকারে খেলা গড়ালে শেষ হাসি ফুটেছে ফরাসিদের মুখেই।

হতাশাজনক বিদায়ের পর পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ বলেন, ‘পেনাল্টি মিস দুর্ভাগ্য। আমরা হেরেছি। কিন্তু আমরা গর্বের সঙ্গেই হেরেছি। প্রতি মিনিট সত্যিকারের পর্তুগিজ স্টাইলে সবকিছু দিয়েছি। আমাদের এই টুর্নামেন্ট শেষ। তবে আমরা এখানেই থামবো না। ভবিষ্যতে আমরা সবকিছু দেবো।’

পর্তুগালের হুয়াও ফেলিক্স টাইব্রেকারের শট মিস কররেছেন। কোচ মার্তিনেজ তাকে সান্ত্বনা দিয়েছেন এবং তার পাশেই থাকছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘হুয়াও ফেলিক্সের পেনাল্টি মিসে কোনো দোষ নেই। এটা দুর্ভাগ্য।’

পর্তুগালের কোচ আরও বলেন, ‘পুরো স্কোয়াড একে অপরকে সমর্থন করেছিল। টাইব্রেকার মিস করলেও খেলায় হুয়াওর দুর্দান্ত নিয়ন্ত্রণ ছিলো। কঠোর পরিশ্রম করেছে সে। সেই তারই পেনাল্টি মিসের শাস্তিটি দুর্ভাগ্য।’

পূর্ব ঘোষণা অনুসারে ইউরোর শেষ ম্যাচটি খেলে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে ‘সিআর-৭’ খ্যাত আন্তর্জাতিক ক্যারিয়ারের পর্দা নামলো কিনা তা স্পষ্ট নয়।

গোল করতে না পারলেও টাইব্রেকারে লক্ষ্যভেদ করেছেন রোনালদো। ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড ম্যাচে সহজ সুযোগ নষ্ট করেছিলেন। দেশের জার্সিতে এই প্রথম কোনো বড় আসরে গোলহীন থাকলেন এই পর্তুগিজ তারকা।

রেফারির শেষ বাঁশির পর সেন্টারব্যাক পেপে রোনালদোর বাহুতে মাথা রেখে কেঁদেছেন। ৪১ বছর বয়সী এই ডিফেন্ডারেরও আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হওয়ার অপেক্ষায়।

পেপেকে নিয়ে মার্টিনেজ বলেন, ‘টুর্নামেন্টে পেপে যা দেখিয়েছেন তা দুর্দান্ত। শুধু ম্যাচের সময় নয়। সে প্রশিক্ষণ সেশনেও সহকর্মীদের সমর্থন করেছেন। পেপে পর্তুগিজ ফুটবলে একজন রোল মডেল। এই ম্যাচে এবং টুর্নামেন্টের সময় সে যা করেছে, তা আমাদের এবং পরবর্তী প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে থাকবে।’

আরআই/এমএইচ/এমএস

Read Entire Article