পোর্টল্যান্ডে ফেডারেল এজেন্টদের গুলিতে আহত ২
যুক্তরাষ্ট্রের ফেডারেল এজেন্টদের গুলিতে দুজন আহত হয়েছেন। দেশটির ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড শহরে এ ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে এক পুরুষ ও এক নারী রয়েছেন।
শুক্রবার (০৯ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ২টা ১৮ মিনিটে পোর্টল্যান্ড পুলিশ ডিপার্টমেন্ট দক্ষিণ-পূর্ব মেইন স্ট্রিট এলাকায় গুলির খবর পায়। পুলিশ জানায়, ঘটনাস্থলে পৌঁছে তারা নিশ্চিত হয়েছেন যে গুলির ঘটনায় ফেডারেল এজেন্টরা জড়িত ছিলেন।
প্রতিবেদনে বলা হয়েছে, এর কিছুক্ষণ পর উত্তর-পূর্ব ১৪৬তম অ্যাভিনিউ ও ইস্ট বার্নসাইড এলাকার কাছে একজন আহত ব্যক্তি জরুরি সহায়তার জন্য ফোন করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক পুরুষ ও এক নারীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। তাদের দ্রুত চিকিৎসা সহায়তার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পোর্টল্যান্ড শাখা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিশ্চিত করেছে যে ঘটনাটিতে কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের (সিবিপি) এজেন্টরা জড়িত ছিলেন। তবে পরবর্তীতে এটি মুছে ফেলা হয়েছে। এফবি
যুক্তরাষ্ট্রের ফেডারেল এজেন্টদের গুলিতে দুজন আহত হয়েছেন। দেশটির ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড শহরে এ ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে এক পুরুষ ও এক নারী রয়েছেন।
শুক্রবার (০৯ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ২টা ১৮ মিনিটে পোর্টল্যান্ড পুলিশ ডিপার্টমেন্ট দক্ষিণ-পূর্ব মেইন স্ট্রিট এলাকায় গুলির খবর পায়। পুলিশ জানায়, ঘটনাস্থলে পৌঁছে তারা নিশ্চিত হয়েছেন যে গুলির ঘটনায় ফেডারেল এজেন্টরা জড়িত ছিলেন।
প্রতিবেদনে বলা হয়েছে, এর কিছুক্ষণ পর উত্তর-পূর্ব ১৪৬তম অ্যাভিনিউ ও ইস্ট বার্নসাইড এলাকার কাছে একজন আহত ব্যক্তি জরুরি সহায়তার জন্য ফোন করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক পুরুষ ও এক নারীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। তাদের দ্রুত চিকিৎসা সহায়তার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পোর্টল্যান্ড শাখা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিশ্চিত করেছে যে ঘটনাটিতে কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের (সিবিপি) এজেন্টরা জড়িত ছিলেন। তবে পরবর্তীতে এটি মুছে ফেলা হয়েছে। এফবিআই জানিয়েছে, ঘটনাটি নিয়ে তারা তদন্ত করছে।
পোর্টল্যান্ড পুলিশের প্রধান বব ডে এক বিবৃতিতে জনগণকে শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, ঘটনার তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।