পোষ্য কোটা নিয়ে নতুন সিদ্ধান্ত শিগগিরই
১৮ ঘণ্টা পর আমরণ অনশন ভাঙলেন পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। শিগগিরই এ কোটা নিয়ে নতুন সিদ্ধান্ত হবে। গতকাল দুপুরে উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙেন তারা। শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সন্তানদের বাড়তি সুবিধা দিতেই এ বৈষম্যমূলক কোটা ব্যবস্থা। তারা কোনোভাবেই পিছিয়ে পড়া কেউ নয়। তাই এ কোটা বাতিল করতে হবে। উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, শিক্ষার্থীদের দাবির সঙ্গে আমি ব্যক্তিগতভাবে একমত। আমি এ কোটার যুক্তিসঙ্গত কারণ দেখি না। বিগত সময়েও এ বিষয়টি স্পষ্ট করেছি। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার একার কথায় চলে না। কর্মচারীদের একটি শ্রেণি অবহেলিত আছেন।