পোস্টাল ব্যালট নিবন্ধনের সময় ৫ জানুয়ারি পর্যন্ত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পোস্টাল ব্যালটে ভোটদানের জন্য নিবন্ধনের সময়সীমা আবারও বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রবাসী ভোটার এবং নির্বাচনী কাজে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আগামী বছরের ৫ জানুয়ারি পর্যন্ত পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করতে পারবেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ইসির ভবনে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনের সময় আগামী বছরের ৫ জানুয়ারি পর্যন্ত করা হয়ে। এরপর আর এ সয়ম বৃদ্ধির কোনো সুযোগ থাকবে না। জানা যায়, গত ১৯ নভেম্বর থেকে বিভিন্ন দেশে বসবাসকারীদের নিবন্ধন শুরু হয়। যা প্রথম ধাপে ২৫ ডিসেম্বর পর্যন্ত থাকলেও পরে তা বৃদ্ধি করে ৩১ ডিসেম্বর পর্যন্ত এরপর আজ এ সময় বৃদ্ধি আরও বৃদ্ধি করে করা হলো ৫ জানুয়ারি পর্যন্ত। এখন পর্যন্ত বিভিন্ন দেশে থেকে ১০ লাখ ৫০ হাজার ৩৮২ জন। যা প্রতি মুহুর্তে বাড়ছে। ইসির তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পোস্টাল ব্যালটে ভোটদানের জন্য নিবন্ধনের সময়সীমা আবারও বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রবাসী ভোটার এবং নির্বাচনী কাজে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আগামী বছরের ৫ জানুয়ারি পর্যন্ত পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করতে পারবেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ইসির ভবনে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনের সময় আগামী বছরের ৫ জানুয়ারি পর্যন্ত করা হয়ে। এরপর আর এ সয়ম বৃদ্ধির কোনো সুযোগ থাকবে না।
জানা যায়, গত ১৯ নভেম্বর থেকে বিভিন্ন দেশে বসবাসকারীদের নিবন্ধন শুরু হয়। যা প্রথম ধাপে ২৫ ডিসেম্বর পর্যন্ত থাকলেও পরে তা বৃদ্ধি করে ৩১ ডিসেম্বর পর্যন্ত এরপর আজ এ সময় বৃদ্ধি আরও বৃদ্ধি করে করা হলো ৫ জানুয়ারি পর্যন্ত। এখন পর্যন্ত বিভিন্ন দেশে থেকে ১০ লাখ ৫০ হাজার ৩৮২ জন। যা প্রতি মুহুর্তে বাড়ছে।
ইসির তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি।
What's Your Reaction?