প্যারিসে চর্যাগান নিয়ে দুই সাধক

1 day ago 4

ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হলো ‘চর্যাগীতি সন্ধ্যা’। গত ২৭ আগস্ট বুধবার প্যারিসে এই অনুষ্ঠান আয়োজন করে সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন ফ্রান্স কৃতি। ১৯২৫ সালে প্রখ্যাত ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ প্যারিসে চর্যাপদ নিয়ে গবেষণা শুরু করেছিলেন। সেই ঘটনার এক শ বছর পর একই শহরে অনুষ্ঠিত হলো চর্যাপদের এই সাংস্কৃতিক পুনর্জাগরণের অনুষ্ঠান।

বাংলাদেশের ভাবসাধক চর্যাপদের গানের সুরকার, শিল্পী ও প্রশিক্ষক সাধিকা সৃজনী তানিয়া তার নিজস্ব রাগাশ্রয়ী সুরে গেয়ে শোনান প্রাচীন বৌদ্ধ সাধকদের গান। এ সময় তার সঙ্গে ছিলেন গবেষক ও লোকসংস্কৃতি বিশেষজ্ঞ সাইমন জাকারিয়া। তাদের সমন্বিত পরিবেশনা প্যারিসের সুধীমহলকে বিমোহিত করে।

বাংলাদেশী ও ফরাসি দর্শকদের উপস্থিতিতে ভরে উঠেছিলো ‘চর্যাগীতি সন্ধ্যা’। অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন এহসানুল হক, প্রফেসর ফিলিপ বেনোইট, প্রফেসর থিবাউট ডি হুবার্ট, অবারভিলিয়ে শহরের ভাষা ও সভ্যতা বিষয়ক সম্মানিত সভাপতি কার্লোস সমেডো, সাংস্কৃতিক সংগঠক ও শিক্ষক হাসনাত জাহান, কবি ও ছড়াকার লোকমান আহমেদ আপন, পুঁথিশিল্পী কাব্য কামরুল, কণ্ঠশিল্পী ইসরাত ফ্লোরা প্রমুখ। এ ছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাঙালি এবং ফরাসি দর্শকও এ আয়োজনে উপস্থিত ছিলেন।

ফ্রান্স কৃতির পক্ষে জেরেমি কদ্রন, নীনা ক্লাভো, জোয়াসীম জানান বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদকে বিশ্ব দরবারে তুলে ধরার উদ্দেশে তাদের এ আয়োজন। তারা বলেন, ‘আমরা চাই বাংলা সাহিত্যের এই প্রাচীন রত্ন শুধু বাংলা ভাষাভাষীদের মধ্যেই সীমাবদ্ধ না রেখে আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে দিতে। প্যারিসে শতবর্ষ পর চর্যাপদের প্রতিধ্বনি সেই স্বপ্নেরই প্রতিফলন।’

আরএমডি

Read Entire Article