প্যারিসে প্রবাসী সাংবাদিক মতিউর রহমান মুন্নাকে সংবর্ধনা

3 hours ago 3

গ্রিস প্রবাসী সাংবাদিক, ইউরো বাংলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্নাকে প্যারিস আগমনে এক উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে।

ইউরো বাংলা প্রেস ক্লাব ফ্রান্সের উদ্যোগে মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় প্যারিসের একটি স্থানীয় রেস্টুরেন্টে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউরো বাংলা প্রেস ক্লাব ফ্রান্সের সভাপতি তাজ উদ্দিন, আর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাজমুল হক।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্স-এর সভাপতি সালেহ আহমদ চৌধুরী। আলোচনায় অংশ নেন - ইউরো বাংলা প্রেস ক্লাবের কেন্দ্রীয় সভাপতি তাইজুল ফয়েজ, সাংগঠনিক সম্পাদক জাবের আহমদ, জিয়াউর রহমান, আশরাফুল ইসলামসহ আরও অনেকে। উপস্থিত ছিলেন ফ্রান্সে বসবাসরত সাংবাদিক, ব্যবসায়ী, কমিউনিটি নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিরা।

বক্তারা তাদের বক্তব্যে মতিউর রহমান মুন্নার দীর্ঘদিনের প্রবাসী সাংবাদিকতা, প্রবাসীদের সুখ-দুঃখ, অধিকার ও সমস্যাগুলো তুলে ধরার নিরলস প্রচেষ্টা এবং সাংবাদিকতার মানোন্নয়নে তার অবদানের প্রশংসা করেন।

তারা বলেন, মুন্না শুধু একজন সাংবাদিক নন, তিনি প্রবাসীদের কণ্ঠস্বর- যিনি দীর্ঘদিন ধরে ইউরোপে প্রবাসীদের গল্প বিশ্বমঞ্চে তুলে ধরছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে মতিউর রহমান মুন্না ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, আমি প্রবাসীদের সুখ-দুঃখের কথা তুলে ধরাকে দায়িত্ব নয়, ভালোবাসা হিসেবে দেখি।

শেষে প্রবাসীদের ঐক্য, সহযোগিতা ও ইতিবাচক সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়ে অতিথিদের মধ্যে সৌহার্দ্য বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

এমআরএম/এএসএম

Read Entire Article