প্রকল্পের টাকা লুটপাটের অভিযোগে প্রাণিসম্পদ কর্মকর্তার অপসারণ দাবি

12 hours ago 9

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) টাকা আত্মসাতের অভিযোগে রংপুরের তারাগঞ্জ উপজেলা কর্মকর্তা কেএম ইফতেখারুলের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে প্রকল্পের উপকারভোগী পিজি গ্রুপের সদস্যরা। তাকে অপসারণে ৪৮ ঘণ্টার সময় দেন তারা।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে উপজেলা কমপ্লেক্সের সামনে মানববন্ধন করা হয়। এতে অংশ নেন প্রকল্পের উপকারভোগী পিজি গ্রুপ ও ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং অ্যাসোসিয়েশনের সদস্য ও স্থানীয় খামারিরা।

তারা অভিযোগ করেন, উপকারভোগী পিজি গ্রুপের সদস্যদের সভা ও প্রশিক্ষণে খাবার ও ভাতার টাকা আত্মসাৎ, নিজেদের পছন্দের লোকদের প্রশিক্ষণ দেন প্রাণিসম্পদ কর্মকর্তাকে ইফতেখারুল ইসলাম। এছাড়া উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরের গাছ অবৈধভাবে বিক্রি করেন তিনি।

পিজি গ্রুপের (প্রডিউসার গ্রুপ) সদস্য সাবিনা ইয়াসমিন বলেন, সরকারি বরাদ্দ নেই বলে জানিয়ে সদস্যদের জন্য বরাদ্দকৃত টাকা আত্মসাৎ করেছেন তিনি। আগে প্রশিক্ষণ ও নিয়মিত সভা হলেও কয়েক মাস যাবত হচ্ছে না।

উপজেলা ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং অ্যাসোসিয়েশনের সভাপতি ইমদাদুল হক জানান, এ কর্মকর্তা যোগদান করার পর থেকেই নানা রকম দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। তার স্বেচ্ছাচারিতার প্রতিবাদ করতে গেলে তিনি কারও কথা কানে নেন না। যারা খামার ও গরু পালনের সঙ্গে যুক্ত নন এমন ব্যক্তিদের প্রশিক্ষণ দেন। ৪৮ ঘণ্টার মধ্যে তাকে অপসারণ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

এর আগে অনুমতি ছাড়াই প্রাণিসম্পদ কার্যালয় চত্বরের প্রায় ১০টি গাছ কাটেন এই কর্মকর্তা। এ ঘটনায় কালবেলায় সংবাদ প্রকাশিত হয়েছিল।

Read Entire Article