প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

2 weeks ago 16

‘বিএফআইইউ প্রধান নিয়োগ আলোচনায় বিতর্কিতদের নাম, আর্থিক খাতে উদ্বেগ শঙ্কা’ শিরোনামে গত ১৪ ডিসেম্বর কালবেলা অনলাইন প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছেন আকতারুল ইসলাম। প্রতিবাদ লিপিতে তিনি সংবাদটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন।
 
প্রতিবাদ লিপিতে আকতারুল ইসলাম লেখেন, আমার নাম আখতারুল ইসলাম উল্লেখ করে (প্রকৃতপক্ষে, কাজী আকতারুল ইসলাম) যে সংবাদটুকু প্রকাশ করা হয়েছে, আমি তার প্রতিবাদ করছি। বিএফআইইউ নয়, আমার সমগ্রজীবনে সালমান এফ রহমান কিংবা এস আলম বা সাইফুজ্জামান জাভেদ এদের কারো সঙ্গে কখনও দেখা হয়নি। তারা কেউই আমাকে চেনেন না মর্মে আমার বিশ্বাস।
 
তাদের কোনো কেইস আমার কার্যকালে আমার হাতে আসেনি। তাই তাদের কোনোরূপ অনৈতিক সুবিধা দেওয়ার প্রশ্নই আসে না। সাইফুজ্জামান জাভেদকে আইএফআইসি ব্যাংক থেকে অনৈতিকভাবে ঋণ বের করায় সহযোগিতার অভিযোগও কল্পনা প্রসূত। আমার সম্পর্কে এ সংবাদে যা কিছু বর্ণনা করা হয়েছে তা সঠিক নয়, যা আমার সম্মান ক্ষুণ্ন করেছে। যদি সত্যিই এসব বিষয়ে রিপোর্টারের কাছে কোনো প্রমাণ থাকে তবে তা পত্রিকায় প্রকাশের দাবি জানাচ্ছি।

প্রতিবেদক জানান, প্রকাশিত সংবাদে যে তথ্য উপস্থাপন করা হয়েছে তা তথ্য-প্রমাণের ভিত্তিতেই করা হয়েছে। সেখানে প্রতিবেদকের কোনো বক্তব্য ছিল না।

Read Entire Article