প্রকাশিত হলো নুরুন্নাহার মুন্নির ‘গণতন্ত্রে পুরুষতন্ত্র’

3 months ago 45

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে কবি ও কথাসাহিত্যিক নুরুন্নাহার মুন্নির গল্পগ্রন্থ ‘গণতন্ত্রে পুরুষতন্ত্র’। বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান অনুপ্রাণন প্রকাশন।

বইটির মুদ্রিত মূল্য ৩০০ টাকা। প্রচ্ছদ করেছেন চিত্রশিল্পী আইয়ুব আল আমিন। বইটি ২৫% ছাড়ে পাওয়া যাবে অনুপ্রাণন প্রকাশনের প্রধান কার্যালয়, কাঁটাবন ও বাংলাবাজারের বিক্রয়কেন্দ্রে। দেশব্যাপী অনুপ্রাণনের পরিবেশক ‘নির্বাচিত’র বিক্রয়কেন্দ্রগুলোতে।

প্রকাশক জানান, এই গল্পগ্রন্থে ছয়টি গল্প স্থান পেয়েছে। প্রতিটি গল্পে লেখক অকৃপণ হাতে শব্দের জাদুতে বাংলার প্রাকৃতিক চিত্র এঁকেছেন। সামাজিক প্রেক্ষাপট ও দ্বন্দ্ব তাঁর গল্পের উপজীব্য বিষয়। আছে মানবপ্রেম ও দার্শনিক উপলব্ধি।

নুরুন্নাহার মুন্নির জন্ম চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রাজুরকান্দি গ্রামে। জন্ম গ্রামে হলেও বেড়ে ওঠা চাঁদপুর শহরে। প্রাণিবিদ্যায় স্নাতকোত্তর মুন্নি শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও পরিবারকে সময় দিতে চাকরি ছেড়ে দেন।

এখন সংসার, লেখালেখি এবং সংগঠন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তার প্রকাশিত গ্রন্থসমূহ: আধখোলা জানালার আলাপ (কাব্যগ্রন্থ) এবং কেউ থাকে অন্ধকারে (কাব্যগ্রন্থ)।

লেখালেখির স্বীকৃতিস্বরূপ সমতটের কাগজ গুণীজন সম্মাননা, ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশ অ্যাওয়ার্ড, মুন্সীগঞ্জ সাহিত্য পরিষদ সম্মাননা, একতারা বিজয় উৎসব সম্মাননা, সাহিত্যকণ্ঠ পুরস্কার, চাঁদপুর দর্পণ সেরা লেখক পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার পেয়েছেন।

এসইউ/জিকেএস

Read Entire Article