প্রকাশিত হলো নুসরাত সুলতানার দ্বিতীয় উপন্যাস

7 hours ago 4

প্রকাশিত হলো কথাসাহিত্যিক ও কবি নুসরাত সুলতানার দ্বিতীয় উপন্যাস ‘অনার্য বৃক্ষযুগল’। বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান অনুপ্রাণন। প্রচ্ছদ করেছেন আইয়ুব আল আমিন। ২৫% ছাড়ে বইটির মূল্য রাখা হয়েছে ৪২০ টাকা।

উপন্যাসের মূল চরিত্র আরিফুল ইসলাম একজন মুক্তিযোদ্ধা এবং প্রান্তিক রাজনীতিবিদ। খেয়া বেগম তার স্ত্রী। আরিফুলের আর্থ-সামাজিক ও রাজনৈতিক জীবনকে কেন্দ্র করে বেড়ে উঠেছে আখ্যান। আছে স্ত্রী খেয়ার অপরিসীম সহযোগিতা, ত্যাগ এবং ভালোবাসা।

ঔপন্যাসিক নুসরাত সুলতানা বলেন, ‘এ উপন্যাসের ভেতর তিনি দেখাতে চেয়েছেন বাংলাদেশের রাজনৈতিক ঘটনা প্রবাহ কীভাবে একজন প্রান্তিক রাজনীতিবিদের জীবনকে প্রভাবিত করে। মূলত সমাজ বাস্তবতা এবং রাজনৈতিক বাস্তবতাকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে উপন্যাসের ঘটনা প্রবাহ।’

প্রকাশক জানান, ‘অনার্য বৃক্ষযুগল’ শিক্ষা অন্তপ্রাণ এক প্রেমী যুগলের জীবন-নৌকা যুথবদ্ধভাবে বেয়ে যাওয়ার গল্প। একই সাথে ধারণ করে আছে এক চিতা আগুন, এক মহাসমুদ্র অশ্রুজল, এক আকাশ স্বপ্ন, ছোট ছোট ঢেউয়ের মতো ক্ষুদ্র ক্ষুদ্র আনন্দ।

আরও পড়ুন

সর্বোপরি, উপন্যাসটি আনন্দ-সংগ্রামে পরিপূর্ণ জীবনের নিখুঁত এবং নিবিষ্ট চিত্রকল্পের সম্মিলন। এই উপন্যাস যেমন একটি গ্রামের গল্প; তেমনই পুরো বাংলাদেশ পরিভ্রমণের নিবিড় পর্যবেক্ষণ।

নুসরাত সুলতানা দ্বিতীয় দশকের কবি ও কথাসাহিত্যিক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সিভিলিয়ান স্টাফ অফিসার হিসেবে কর্মরত।

তার প্রকাশিত উপন্যাস ‘রাতের হাতে দিনের তসবীদানা’; স্মৃতিগদ্য ‘ফিরে দেখা কৃষ্ণচূড়া’; গল্পগ্রন্থ ‘নাচের শহর রূপেশ্বরী’, ‘মৌতাত’; মুক্তগদ্য ‘পায়রার পায়ে আকাশের ঠিকানায়’; কাব্যগ্রন্থ ‘চান্দ উটলে গাঙ পোয়াতি অয়’, ‘মহাকালের রুদ্র ধ্বনি’, ‘গহিন গাঙের ঢেউ’, ‘ছায়া সহিস’।

এসইউ/এমএস

Read Entire Article