প্রকাশিত হলো বিসিবি নির্বাচনের খসড়া ভোটার তালিকা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের উত্তাপ ধীরে ধীরে বাড়ছে। ৬ অক্টোবরের ভোটযুদ্ধের আগে মঙ্গলবার প্রকাশিত হলো কাউন্সিলর বা ভোটারদের খসড়া তালিকা। ১৭৭টি ভোটারের নাম ঘোষণা করা হলেও কিছু আসন এখনও চূড়ান্ত হয়নি। সাবেক অধিনায়ক থেকে শুরু করে সাবেক সভাপতি, এমনকি জনপ্রিয় কণ্ঠশিল্পীও জায়গা পেয়েছেন এই তালিকায়—যা ইতিমধ্যেই আলোচনায় এনেছে বিসিবি নির্বাচনকে।
খসড়া তালিকায় রয়েছেন বাংলাদেশের তিন সাবেক অধিনায়ক—আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ ও তামিম ইকবাল। বুলবুল ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসেবে, ফারুক আহমেদ রেঞ্জার্স ক্রিকেট একাডেমির কাউন্সিলর হয়ে এবং তামিম ইকবাল ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
ঢাকা ছাড়া বাকি ছয় বিভাগের প্রতিনিধিরাও তালিকায় নাম লিখিয়েছেন। চট্টগ্রামের আহসান ইকবাল চৌধুরী, রাজশাহীর হাসিবুল আলম, রংপুরের হাসানুজ্জামান, খুলনার খান আব্দুর রাজ্জাক, বরিশালের নান্নু মিয়া ও সিলেটের রাহাত শাম্স থাকছেন ভোটে। ঢাকা জেলা ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম।
প্রিমিয়ার ডিভিশনের শক্তিশালী ক্লাবগুলো থেকেও এসেছে পরিচিত নাম। আবাহনীর শেখ বশির আহমেদ, মোহামেডানের মাসুদুজ্জামান, গাজী গ্রুপের রফিকুল ইসলাম, রূপগঞ্জের লুৎফর রহমান, অগ্রণী ব্যাংকের আনোয়ারুল ইসলাম, প্রাইম ব্যাংকের তানজিল চৌধুরী, ধানমন্ডির ইসতিয়াক সাদেক, রূপগঞ্জ টাইগার্সের আদনান রহমান দীপন, ব্রাদার্সের ইশরাক হোসেন, পারটেক্সের আজিজ আর কায়সার টিটো এবং শাইনপুকুরের আসিফ রব্বানী থাকছেন ভোটার তালিকায়।
সাবেক ক্রিকেটার কোটায় ভোটার হয়েছেন জাভেদ ওমর বেলিম, মিনহাজুল আবেদিন নান্নু, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ আশরাফুল, হাবিবুল বাশারসহ একঝাঁক পরিচিত মুখ। এছাড়া কুমিল্লা জেলা থেকে ভোটার হয়েছেন গানের জনপ্রিয় তারকা আসিফ আকবর, যা ভোটার তালিকায় বাড়তি চমক যোগ করেছে।
খসড়া তালিকা প্রকাশের পর থেকেই নির্বাচনী অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। কে কার পক্ষে দাঁড়াবেন, কারা নেতৃত্বের লড়াইয়ে ভারসাম্য বদলাবেন—তা নিয়ে আগ্রহ বাড়ছে ক্রিকেট মহলে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, শিগগিরই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
এখন চোখ সবার একটাই দিকে—৬ অক্টোবর। সেদিনই নির্ধারিত হবে, বাংলাদেশের ক্রিকেট পরিচালনার লাগাম কার হাতে যাবে আগামী চার বছরের জন্য।