সম্প্রতি প্রকাশিত হলো কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক শফিক হাসানের ভ্রমণকাহিনি ‘দেখি বাংলার মুখ’। বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান অনুপ্রাণন প্রকাশন। প্রচ্ছদ করেছেন চিত্রশিল্পী আইয়ুব আল আমিন।
প্রকাশক জানান, বইটিতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য বহনকারী ও প্রধান কয়েকটি বিশেষ আকর্ষণীয় প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থানে পর্যটনের কাহিনি নিয়ে ১৫টি গদ্য আছে। তার বর্ণনা রম্য, সহাস্য, আনন্দময় ও প্রাঞ্জল। এতে লালনের স্মৃতিভরা স্থান, কেওক্রাডং চূড়া, মুজিবনগর, কক্সবাজার, চট্টগ্রামের নানা জায়গা, সমুদ্র ও পর্বত, রেলযাত্রায় তূর্ণা নিশিথায় নিশিযাপন এবং জলজোছনায় ভেসে যাওয়া হাতিরঝিল—এমনই মায়াময়, সুরভিময় নানা স্থানের কাহিনি তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন
বইটির মুদ্রিত মূল্য ৪০০ টাকা। ২৫% ছাড়ে বইটি পাওয়া যাবে অনুপ্রাণন প্রকাশনের প্রধান কার্যালয়, কাঁটাবন ও বাংলাবাজারের বিক্রয়কেন্দ্র এবং দেশব্যাপী ‘নির্বাচিত’র বিক্রয়কেন্দ্রে। ঘরে বসে বইটি পেতে চাইলে অর্ডার করতে হবে অনুপ্রাণন প্রকাশনের ফেসবুক পেজে মেসেঞ্জারের মাধ্যমে অথবা অনুপ্রাণনের ওয়েবসাইটের লিংক থেকে।
কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক শফিক হাসান বলেন, ‘দেখি বাংলার মুখ মূলত ভ্রমণকাহিনি। বইটি এরই মধ্যে বাজারে পাওয়া যাচ্ছে। প্রকাশ করেছে অনুপ্রাণন প্রকাশন। ৯ ফর্মার বইটির মুদ্রিত মূল্য ৪০০ টাকা। ৩০০ টাকায় কেনা যাবে বইটি। আশা করি বইটি সবার ভালো লাগবে।’
এসইউ/এমএস