প্রকাশ্যে এলেন প্রাইভেট ইউনিভার্সিটি শাখা ছাত্রশিবিরের সভাপতি

3 hours ago 3

দীর্ঘদিন প্রকাশ্যে রাজনীতি করতে না পারা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রাইভেট ইউনিভার্সিটি শাখার আত্মপ্রকাশ হতে যাচ্ছে। এরই মধ্যে সামনে এসেছে এই শাখার সভাপতির নাম। প্রাইভেট ইউনিভার্সিটি শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে জাহিদুল ইসলামের নাম প্রকাশ্যে এসেছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সূত্রে এ তথ্য জানা যায়।

জাহিদুল ইসলাম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) শিক্ষার্থী। তিনি প্রতিষ্ঠানটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের স্প্রিং ২০১৯ বর্ষের শিক্ষার্থী। তার সিজিপিএ ছিল ৩ দশমিক ৭৪।

আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ছাত্রশিবিরের প্রাইভেট ইউনিভার্সিটি শাখা ‘মিট ব্রিলিয়ান্টস’ অনুষ্ঠানের আয়োজন করেছে। এর মাধ্যমে পুরো কমিটি প্রকাশ্যে আসবে বলে ধারণা করা হচ্ছে।

এএএম/কেএসআর/জিকেএস

Read Entire Article