প্রকাশ্যে কাটা হলো যুবকের হাতের কবজি

গাইবান্ধায় সদরে দিনেদুপুরে প্রকাশ্যে রুবেল মিয়া নামের এক যুবকের হাতের কবজি কেটে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গাইবান্ধা সদরের শাপলা মেল এলাকায় এ ঘটনা ঘটে।  গুরুতর আহত রুবেল মিয়া সদর উপজেলার পৌরসভার মহুরি পাড়ার বাসিন্দা মার্কেটের ব্যবসায়ী মোকাব্বর মিয়ার ছেলে। জানা গেছে, রুবেল মিয়া তার বন্ধু শাপলা মেলের বাসিন্দা মোশারফ রহমানের সঙ্গে দেখা করতে যায়। তখন মোশারফের প্রতিপক্ষ সুখনগর নামক এলাকায় বাবুসহ পাঁচজন রুবেলের ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে দেশীয় অস্ত্র দিয়ে হাতের কবজি বিচ্ছিন্ন করে। এ ছাড়া শরীরের বিভিন্ন অংশে আঘাত করে রক্তাক্ত করে। স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রংপুর মেডিকেল কলেজে রেফার্ড করেন। এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। রুবেলের বন্ধু মোশারফ বলেন, আমাদের সঙ্গে বাবুর জমি নিয়ে বিরোধ ছিল। তবে কেন আমার বন্ধুকে অস্ত্র দিয়ে আঘাত করল তার আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমাকেও জখম করেছে তারা। আহত যুবকের বাবা মোকাব্বর মিয়া বলেন, যারা আমার ছেলেকে মেরেছে, হাতের কবজি কেটে দিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।  গাইব

প্রকাশ্যে কাটা হলো যুবকের হাতের কবজি

গাইবান্ধায় সদরে দিনেদুপুরে প্রকাশ্যে রুবেল মিয়া নামের এক যুবকের হাতের কবজি কেটে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গাইবান্ধা সদরের শাপলা মেল এলাকায় এ ঘটনা ঘটে। 

গুরুতর আহত রুবেল মিয়া সদর উপজেলার পৌরসভার মহুরি পাড়ার বাসিন্দা মার্কেটের ব্যবসায়ী মোকাব্বর মিয়ার ছেলে।

জানা গেছে, রুবেল মিয়া তার বন্ধু শাপলা মেলের বাসিন্দা মোশারফ রহমানের সঙ্গে দেখা করতে যায়। তখন মোশারফের প্রতিপক্ষ সুখনগর নামক এলাকায় বাবুসহ পাঁচজন রুবেলের ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে দেশীয় অস্ত্র দিয়ে হাতের কবজি বিচ্ছিন্ন করে। এ ছাড়া শরীরের বিভিন্ন অংশে আঘাত করে রক্তাক্ত করে। স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রংপুর মেডিকেল কলেজে রেফার্ড করেন। এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।

রুবেলের বন্ধু মোশারফ বলেন, আমাদের সঙ্গে বাবুর জমি নিয়ে বিরোধ ছিল। তবে কেন আমার বন্ধুকে অস্ত্র দিয়ে আঘাত করল তার আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমাকেও জখম করেছে তারা।

আহত যুবকের বাবা মোকাব্বর মিয়া বলেন, যারা আমার ছেলেকে মেরেছে, হাতের কবজি কেটে দিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। 

গাইবান্ধা সদর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন কালবেলাকে বলেন, ঘটনার সত্যতা পেয়েছি। ডান হাতের কবজটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রুবেলের বাবা মোকাব্বর মিয়া বাদী হয়ে একটি লিখিত অভিযোগ করেছেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow