প্রকাশ্যে গৃহবধূর কানের দুল ছিনতাই, ফুটেজ ভাইরাল

2 hours ago 5
ফরিদপুরে পিস্তল সদৃশ বস্তু ঠেকিয়ে এক গৃহবধূর কানের দুল ছিনতাই করেছে দুই যুবক। পুরো ঘটনাটি ধরা পড়েছে পাশে থাকা সিসিটিভির ক্যামেরায়। মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর ৬টায় ফরিদপুর পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর শোভারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। ওই এলাকার বিষু দাসের স্ত্রী মঞ্জ রানী দাসের (৩৫) সাথে এমন ঘটনা ঘটেছে। তিনি প্রতিদিনের ন্যায় ভোরবেলা ঘুম থেকে উঠে স্বামী বিষু দাসের ‘মা স্টোর’ নামে মুদি দোকানের সামনের সড়কে ঝাড়ু দিচ্ছিলেন। এমন সময় মোটরসাইকেলযোগে দুই যুবক আসেন সেখানে। মাত্র দেড় মিনিটের মধ্যে তার কানে থাকা একজোড়া কানের দুল ছিনিয়ে নেয়। পুরো ঘটানটি তাদের দোকানের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়। সিসিটিভির ফুটেজে দেখা যায়, ভোর ৬টা ১০ মিনিটে একটি মোটরসাইকেলে আসেন দুই যুবক। তাদের পেছনে থাকা যুবকের পরনে সাদা রংয়ের শার্ট, চালিয়ে আসা অপরজনের কালো রংয়ের শার্ট এবং দুজনেই হেলমেট পড়া ছিল। পেছনের যুবক প্রথমে ওই গৃহবধূর কানের দুলে টান দেন। এ সময় সামনের যুবক পিস্তল সদৃশ বস্তু বের করে তাক করে ভয় দেখান। পরে ওই নারী অপর কানের দুলটি খুলে দেন। ভুক্তভোগী গৃহবধু মঞ্জু রানী দাস বলেন, প্রতিদিনই আমি দোকানের সামনের সড়কে ঝাড়ু দিয়ে থাকি। হঠাৎ করে মোটরসাইকেলে দুজন আসেন, তাদের আমি চিনিও না। এসেই আমার পাশেই দাঁড়িয়ে কানের দুল ধরে টান দেয়। তখন পিস্তল বের করে বলে, চিৎকার করলে গুলি করে দেব। ভয়ে আমি নিজেই খুলে তাদের হাতে দিয়ে দিয়েছি। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী ছিনতাইকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বিচার চেয়েছেন।  তিনি বলেন, সিসিটিভি ফুটেজ নিয়ে থানায় যাব। আমাদের এলাকায় প্রায়ই চুরি, ছিনতাই ঘটনা ঘটছে। এদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। এ বিষয়ে জানতে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, এ বিষয়ে তথ্য পেয়ে আমরা ছিনতাকারীদের ধরার জন্য অনুসন্ধান টিম পাঠিয়েছি , পুলিশ কাজ করছে। আশা করি আমরা তাদের ধরতে সক্ষম হব।
Read Entire Article