প্রকাশ্যে ‘তমাল আমার বয়ফ্রেন্ড’

2 weeks ago 10

কমেডি ঘরানার গল্পে নির্মিত হয়েছে একক নাটক ‘তমাল আমার বয়ফ্রেন্ড’। এ নাটকের মূল তিনটি চরিত্র হলো নওশীন, পলক এবং তমাল। নওশীন চরিত্রে অভিনয় করেছে অনন্যা ইসলাম, পলক চরিত্রে ইমতু রাতিশ আর তমাল চরিত্রে অভিনয় করেছেন সীমান্ত আহমেদ।

আরও বিভিন্ন চরিত্রে আব্দুল্লাহ রানা, তাবাসসুম মারিয়া প্রমুখ অভিনয় করেছেন নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাব্বির আহমেদ সিনরা। প্রযোজনা করেছেন আদুর রাহমান কাজী। সম্প্রতি নাটকটি এআরকে এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।

নাটকটি প্রসঙ্গে অভিনেতা সীমান্ত বলেন, ‘বিনোদনে ভরপুর একটি নাটক। দর্শক যে ধরনের গল্প দেখতে পছন্দ করে তেমনই একটি নাটক তমাল আমার বয়ফ্রেন্ড। আশা করি, নাটকটি সবার ভালো লাগবে।’

নাটকের গল্পটি শুরু হয় একজন প্রেম বিরোধী ছেলে পলককে দেখিয়ে, যে কোনো মানুষের প্রেমকে সহ্য করতে পারে না। কিন্তু তার নিজের বেস্ট ফ্রেন্ড নওশীন যখন ডেটে যায় তখন নওশীনের সাথেই যেতে হয় তার। অতিরিক্ত রাগী স্বভাবের মেয়ে হওয়ায় নওশীনকে সবাই ভয় পায়। সেই ভয়ে কিছু না বলতে পেরে পলক তার সাথেই যায়। এরকম নানান নাটকীয় ঘটনার মধ্যে দিয়ে নাটকটির গল্প এগিয়ে যায়।

এমআই/এমএমএফ/জিকেএস

Read Entire Article