প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি রতন

প্রজাপতির কারুকার্যময় ডানা চোখজুড়ানো সুন্দর। প্রজাপতি সৃষ্টিকর্তার এক অনন্য সৃষ্টি। এদের সূক্ষ্ম ও নকশাখচিত রঙিন ডানা এবং প্রকৃতি ঘিরে ওড়াউড়ির দৃশ্য মানুষকে মুগ্ধ করে এবং সবুজ প্রকৃতিকে অলংকৃত করে।  প্রজাপতি শুধু সৌন্দর্যের প্রতীকই নয়, এরা আমাদের পরিবেশ ও প্রকৃতির জন্য উপকারী এক ধরনের কীট। এরা পরাগায়নের মাধ্যমে উদ্ভিদের উপকার করে। এদের উপস্থিতি একটি পরিবেশের ভালোমন্দের স্বাস্থ্যকর অবস্থার ইঙ্গিত দেয়। প্রজাপতি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও অপরিহার্য।  তেমনই এক ছোট আকারের প্রজাপতি রতন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার প্রকৃতিকে রঙিন করে তুলেছে। উপজেলার বিভিন্ন এলাকার ঝোপঝাড়, ফুলবাগান, পরিত্যক্ত স্থান, ক্ষেতের আইল, খাল, পুকুর ও জলাশয়ের পাড়ের উদ্ভিদ ও ফুল ঘিরে ওড়াউড়ি এবং এদের অবাধ বিচরণ প্রকৃতিকে প্রাণবন্ত করে রেখেছে। প্রকৃতি ঘিরে ফুলে ফুলে প্রজাপতির ওড়াউড়ির দৃশ্য চোখ আটকে যাওয়ার মতো সুন্দর ও মনোমুগ্ধকর।  প্রকৃতির সৌন্দর্য বাড়িয়ে তোলা অসংখ্য ক্ষুদ্র প্রাণীর মধ্যে রতন প্রজাপতি একটি উল্লেখযোগ্য নাম। ছোট আকারের এই প্রজাপতির বৈজ্ঞানিক নাম ক্যাটোক্রাইসপস প্যানোরমাস। এরা লাইসিনিডি গোত্রের এবং পলিওম্মাটি

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি রতন
প্রজাপতির কারুকার্যময় ডানা চোখজুড়ানো সুন্দর। প্রজাপতি সৃষ্টিকর্তার এক অনন্য সৃষ্টি। এদের সূক্ষ্ম ও নকশাখচিত রঙিন ডানা এবং প্রকৃতি ঘিরে ওড়াউড়ির দৃশ্য মানুষকে মুগ্ধ করে এবং সবুজ প্রকৃতিকে অলংকৃত করে।  প্রজাপতি শুধু সৌন্দর্যের প্রতীকই নয়, এরা আমাদের পরিবেশ ও প্রকৃতির জন্য উপকারী এক ধরনের কীট। এরা পরাগায়নের মাধ্যমে উদ্ভিদের উপকার করে। এদের উপস্থিতি একটি পরিবেশের ভালোমন্দের স্বাস্থ্যকর অবস্থার ইঙ্গিত দেয়। প্রজাপতি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও অপরিহার্য।  তেমনই এক ছোট আকারের প্রজাপতি রতন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার প্রকৃতিকে রঙিন করে তুলেছে। উপজেলার বিভিন্ন এলাকার ঝোপঝাড়, ফুলবাগান, পরিত্যক্ত স্থান, ক্ষেতের আইল, খাল, পুকুর ও জলাশয়ের পাড়ের উদ্ভিদ ও ফুল ঘিরে ওড়াউড়ি এবং এদের অবাধ বিচরণ প্রকৃতিকে প্রাণবন্ত করে রেখেছে। প্রকৃতি ঘিরে ফুলে ফুলে প্রজাপতির ওড়াউড়ির দৃশ্য চোখ আটকে যাওয়ার মতো সুন্দর ও মনোমুগ্ধকর।  প্রকৃতির সৌন্দর্য বাড়িয়ে তোলা অসংখ্য ক্ষুদ্র প্রাণীর মধ্যে রতন প্রজাপতি একটি উল্লেখযোগ্য নাম। ছোট আকারের এই প্রজাপতির বৈজ্ঞানিক নাম ক্যাটোক্রাইসপস প্যানোরমাস। এরা লাইসিনিডি গোত্রের এবং পলিওম্মাটিন উপগোত্রের সদস্য। এরা লাইকেনিড বা ব্লুজ পরিবারের অন্তর্ভুক্ত। এরা প্যানোরমাস প্রজাতির এক ধরনের ছোট আকারের প্রজাপতি। এর বাংলা নাম রতন প্রজাপতি। ইংরেজি নাম সিলভার ফোরগেট-মি-নট। বাংলাদেশ ও ভারত উপমহাদেশে খুবই পরিচিত এই প্রজাপতি। এ ছাড়াও ফিলিপাইন ও দক্ষিণ অস্ট্রেলিয়ায় এই প্রজাতির প্রজাপতি দেখা যায়।  রতন প্রজাপতির ডানা প্রসারিত অবস্থায় ২৫ থেকে ৩৫ মিলিমিটার দৈর্ঘ্যের হয়ে থাকে। এর ডানা হালকা ধূসর বা রূপালি-সাদা রঙের। সূক্ষ্ম ঢেউখেলানো নকশা আর ক্ষুদ্র কালো দাগ এর ডানায় আলাদা মাত্রা যোগ করেছে। ডানার গোড়ার দিকে হলদেটে বা কমলা আভা রয়েছে, যা একে আরও বেশি আকর্ষণীয় করে তোলে। এর ডানা তুলনামূলক পাতলা ও মসৃণ। রতন প্রজাপতির দেহ আকারে ছোট ও সূক্ষ্ম। এদের শরীর নরম লোমে আবৃত, যা ঠান্ডা ও আর্দ্রতা থেকে রক্ষা করে। এদের মাথায় দুটি সরু শুঁয়ো ( অ্যান্টেনা ) রয়েছে, যার ডগা কালচে ও সাদা রঙের ছোঁয়া দেখা যায়। এদের চোখ বড় ও চকচকে, আর শুঁড়ের মতো মুখাংশ দিয়ে ফুল থেকে মধু আহরণ করে খিদে নিবারণ করে।  স্থানীয় স্কুল শিক্ষক রুহুল আমিন বলেন, প্রকৃতিতে বিচরণ করা প্রজাপতিদের সৌন্দর্য আমরা উপভোগ করি, হয়তো আমরা তাদের আলাদা আলাদা নাম জানি না। তবে এদের চোখজুড়ানো সৌন্দর্য আমাদের আপ্লুত করে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে মানুষের ভুল পদক্ষেপে প্রকৃতির এই সুন্দর সৃষ্টি অস্তিত্বের ঝুঁকিতে পড়ছে। তিনি আরও বলেন, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে আমাদের সকলকে সচেষ্ট হতে হবে। চাষাবাদে পরিবেশবান্ধব পদ্ধতি ব্যবহার করতে হবে। অতিমাত্রায় কীটনাশক ব্যবহার বন্ধ করতে হবে। তবেই সকল সৃষ্টির জন্য আশানুরূপ পরিবেশ সৃষ্টি হবে। রতন নামের ক্ষুদ্র এই প্রজাপতিই যেন মনে করিয়ে দেয়, প্রকৃতির প্রতিটি প্রাণী আমাদের পরিবেশের অমূল্য রতন।  কৃষিবিদ মো. মাসুদ রানা বলেন, প্রজাপতি শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, কৃষি পরিবেশের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরা ফুল থেকে মধু সংগ্রহের সময় পরাগায়নের মাধ্যমে উদ্ভিদের সহায়তা করে থাকে। ফলে ফসল ও বন্য উদ্ভিদের উৎপাদন বৃদ্ধি পায়। এ ছাড়াও প্রজাপতির উপস্থিতি একটি এলাকার পরিবেশ যে সুস্থ ও ভারসাম্যপূর্ণ তারই ইঙ্গিত দেয়। তবে শুঁয়াপোকা গাছের পাতা খেয়ে জীবনধারণ করে বলে ফসল ও উদ্ভিদের ক্ষতি হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow