প্রচারণায় এগিয়ে তমা
এবারের ঈদে মুক্তির তালিকায় রয়েছে চিত্রনায়িকা তমা মির্জার ‘দাগি’ সিনেমা। যার পোস্টার, গান ও ট্রেলার এরই মধ্যে দর্শকের নজর করেছে। জন্ম দিয়েছে আলোচনার। শিহাব শাহীনের পরিচালনায় সিনেমাটিতে তমার বিপরীতে অভিনয় করেছেন আফরান নিশো এবং একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। এটি নিশোর সঙ্গে তমার দ্বিতীয় সিনেমা, যা নিয়ে ব্যস্ততা যাচ্ছে এই নায়িকার।
তমা মির্জা। ছবি: সংগৃহীত
এ সময় তমা দাগি সিনেমা দেখতে সিনেমা হলে যাওয়ার ইচ্ছার কথাও জানান। তিনি মনে করেন হলে হলে গিয়ে কাছ থেকে দর্শকের অনুভূতি জানার যে আনন্দ, তা আর কোনো কিছুতেই নেই। তাই ঈদের দিন থেকেই তিনি শহরের বিভিন্ন সিনেমা হল ও সিনেপ্লেক্স ভিজিট করবেন। এবারের ঈদে মুক্তির তালিকায় থাকা অন্য সব সিনেমার নায়িকাদের থেকে তমাকেই সবচেয়ে বেশি ব্যস্ত দেখা গেছে।
এদিকে মুক্তির তালিকায় থাকা সবচেয়ে আলোচিত সিনেমা ‘বরবাদ’। যেখানে ঢালিউড তারকা শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নায়িকা ইধিকা পাল। প্রচারণায় তিনি একদম নেই বললেই চলে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি-দুটি পোস্ট ছাড়া বরবাদ নিয়ে তার চোখে পড়ার মতো তেমন কিছু লক্ষ করা যায়নি।
‘জ্বীন ৩’ সিনেমার কন্যা গানে নুসরাত ফারিয়া ও আবদুন নূর সজল। ছবি: সংগৃহীত
এবারের ঈদে মুক্তির তালিকায় থাকা ‘জ্বীন ৩’ সিনেমা গান দিয়ে এরই মধ্যে আলোচনায় রয়েছে। ভৌতিক ঘরানার এই সিনেমায় অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও আবদুন নূর সজল। প্রচারণায় তাদের দলগতভাবে নিয়মিতই দেখা গেছে। সিনেমার ‘কন্যা’ গানটিতে ফারিয়ার পারফরম্যান্স দারুণ প্রশংসা কুড়াচ্ছে। এটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান।