প্রচারের প্রথম দিনে কঠিন কথার লড়াই, ‘দম’ দেখালেন তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারের প্রথম দিনই দলীয় শক্তি-সামর্থ্য নিয়ে মাঠে নামে প্রার্থীরা। এ দিন আলোচনায় ছিল বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি। তবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের একটানা সাত জেলায় নির্বাচনি জনসভায় অংশ নেওয়ার বিরল ঘটনা বিশেষভাবে মনোযোগ কেড়েছে। জামায়াতে ইসলামীকে একাত্তরের ভূমিকার জন্য আক্রমণ করে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেট থেকে ভোটের প্রচার শুরু করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেই ধারা বজায় রাখেন বিএনপির অন্য প্রার্থীরাও। তবে পাল্টা আক্রমণ শানাতে ছাড়েনি জামায়াত ও তাদের নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের শরিকরা, বিশেষ করে এনসিপি।